সারা ভারতবর্ষের সমস্ত জেলাগুলি নিয়ে বিহারের পাটনার পাটালিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে এই খেলার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বেথুয়াডহরি ফিরতেই খুশির হাওয়া রিঙ্কুর কোচিং ক্যাম্পের কোচ থেকে সতীর্থ খেলোয়াড়দের মধ্যে। মঙ্গলবার দুপুরে বেথুয়াডহরি মা সারদা অ্যাথলেটিক্স কোচিং ক্যাম্পের পক্ষ থেকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় রিঙ্কু ঘোষকে।
উল্লেখ্য এর আগেও বেশ কিছু জাতীয় স্তরের এবং আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় নদিয়া জেলা থেকে বিভিন্ন ছোট বড় মেয়েরা অংশগ্রহণ করে পদক নিয়ে এসেছে। তার আরও এক জ্বলন্ত উদাহরণ নাকাশি পাড়ার কুটিরপাড়া গ্রামের মেয়ে রিঙ্কু ঘোষ। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা রিঙ্কু সকলের নয়নের মণি হয়ে উঠেছে বর্তমানে। পদক জিতে বাড়ি ফেরার পর থেকেই খুশির জোয়ার রিঙ্কুর বাড়ি এবং পাড়া-প্রতিবেশীদের মধ্যে।
advertisement
আরও পড়ুনঃ Lionel Messi: পরের বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি! বড় আপডেট দিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি
ছোট বেলা থেকেই কেলাধুলোর প্রতি নেশা ছিল রিঙ্কুর। ভর্তি হয়ে যান বেথুয়াডহরি মা সারদা অ্যাথলেটিক্স কোচিং ক্যাম্পে। সেখানেই ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন বছর ১৪-র মেয়েটি। আগামি দিনে আরও বড় জায়গায় আন্তর্জাতিক স্তরে দেশের উজ্জ্বল করাই লক্ষ্য রিঙ্কু ঘোষের।
Mainak Debnath





