Bridge Closed: বাঁশের ব্রিজের উপরেই উদ্দাম নাচ, জীবনের ঝুঁকি নিয়ে লাগাতার শ্যুট, বন্ধ হয়ে গেল ‘ভাইরাল রিলস স্পট’, চরম বিপাকে সাধারণ মানুষ
- Published by:Riya Das
- hyperlocal
Last Updated:
Bridge Closed: সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর উন্মাদনার জেরেই সাধারণ মানুষের জন্য তৈরি ব্রিজটি বন্ধ হয়ে গেল। সব মিলিয়ে, ভাইরাল হওয়ার দৌড়ে নিরাপত্তাকে উপেক্ষা করার যে চিত্র সামনে এসেছিল, তারই পরিণতিতে বন্ধ হয়ে গেল পূর্বস্থলীর এই অস্থায়ী বাঁশের ব্রিজ।
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ছাড়ি গঙ্গার উপর তৈরি অস্থায়ী বাঁশের ব্রিজটি অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ার ‘ভাইরাল রিলস স্পট’ এ পরিণত হয়। মূলত পূর্বস্থলী ও নদীয়া জেলার ইদ্রাকপুরের মধ্যে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য তৈরি এই ব্রিজে প্রতিদিনই ভিড় করছিলেন কনটেন্ট ক্রিয়েটাররা। ব্রিজ দুলছে, কাঁপছে তা সত্ত্বেও চলছিল নাচানাচি, লাফালাফি ও ভিডিও শ্যুট। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে স্থানীয়দের তরফে অভিযোগ উঠতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ঘাট কর্তৃপক্ষ ব্রিজের উপর রিলস করা, নাচানাচি ও ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করে। তবে বারবার সতর্ক করার পরেও তা মানা হচ্ছিল না। শেষ পর্যন্ত মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে আরও কড়া সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন-কাঁপবে দুনিয়া…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে, শুক্র-সূর্যের রাজকীয় সংযোগে ‘জ্যাকপট’, ৫ রাশি হবে ‘রাজা’, বিপুল টাকার ফোয়ারা, কেরিয়ারে দ্বিগুণ লাভ
সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলা পরিষদের নির্দেশে এবার ওই বাঁশের ব্রিজটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ব্রিজের কিছু অংশ খুলে নেওয়া হয়েছে এবং ব্রিজ দিয়ে পারাপার সম্পূর্ণ বন্ধ। ফলে নিত্যযাত্রীদের আবার নৌকায় করেই পারাপার হতে হচ্ছে।এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যাত্রীদের মধ্যে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! ৪ দিন পর শুক্রের ভয়ঙ্কর চালে কাঁপবে দুনিয়া, ৬ রাশির চরম বিপদ, আর্থিক ক্ষতি, যেতে পারে চাকরি
অনেকের মতে, এতে যাতায়াতে আবার সমস্যা বাড়বে এবং সময়ও বেশি লাগবে। আবার কারোর কারোর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর উন্মাদনার জেরেই সাধারণ মানুষের জন্য তৈরি ব্রিজটি বন্ধ হয়ে গেল। সব মিলিয়ে, ভাইরাল হওয়ার দৌড়ে নিরাপত্তাকে উপেক্ষা করার যে চিত্র সামনে এসেছিল, তারই পরিণতিতে বন্ধ হয়ে গেল পূর্বস্থলীর এই অস্থায়ী বাঁশের ব্রিজ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 18, 2025 8:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bridge Closed: বাঁশের ব্রিজের উপরেই উদ্দাম নাচ, জীবনের ঝুঁকি নিয়ে লাগাতার শ্যুট, বন্ধ হয়ে গেল ‘ভাইরাল রিলস স্পট’, চরম বিপাকে সাধারণ মানুষ







