গত বছরেও তাদের আন্দোলনের কিঞ্চিত সফলতা মিলেছিল। তাদের দাবি ছিল রেল ব্রিজ হোক কিংবা সড়ক ব্রিজ দীর্ঘদিন ধরে নির্মাণ কার্য হওয়ার ফলে পরিত্যক্ত বিভিন্ন অংশের স্তুপের কারণে নদী তার স্বাভাবিক গতি হারাচ্ছে অন্যদিকে নদীপথ গতিশীল না হওয়ার কারণে দূষণেরও মাত্রা বাড়ছে। যদিও শুধু সরকারের উপর দায় চাপিয়েই নয়, নিজেদের সদস্যরাও স্বেচ্ছায় শ্রম দিয়ে হাতে হাতে সহযোগিতা করে গতবার কিছুটা সরানোর চেষ্টা হয়েছিল তাই এবারে বাকি অংশ সরানোর জন্য তৎপর হয়েছেন তারা।
advertisement
আরও পড়ুন: বড্ড বাড়! ভারতের নিরীহ চাষিদের বাংলাদেশিরা কি বলছে জানেন! শুনলে হেসে গড়াগড়ি দেবেন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের দাবি একদিকে পরিবেশ অন্যদিকে মাছ ধরা বিক্রি জীবন জীবিকার সঙ্গে যুক্ত রয়েছেন বহু মানুষ। অন্যদিকে নদী তার নাব্যতা হারালে পার্শ্ববর্তী চাষের জমি প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে চলেছে তাই অবিলম্বে নদী সংস্কার প্রয়োজন। আর তাই স্থানীয় কৃষক থেকে মৎস্যজীবী সংগঠনের সদস্যরা এবং নদিয়া জেলার বিভিন্ন নদী ও পরিবেশ নিয়ে কাজ করা মানুষজন একত্রিত হয়েছেন আজ তাদের দাবি অবিলম্বে সরানো হোক কংক্রিটের স্তুপ।
Mainak Debnath






