তেহট্টের পাথরঘাটায় তৃণমূলের কর্মীসভায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত হয়েছেন উভয়পক্ষের ১২ জন। পাথরঘাটায় কর্মীসভার পাশাপাশি প্রয়াত বিধায়ক তাপস সাহার স্মরণসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সহ ব্লক ও অঞ্চলের অসংখ্য নেতাকর্মী। সেখানেই প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সাহাবুদ্দিন মন্ডল (অঞ্চল সভাপতি নাজিম সেখের অনুগামী বলে পরিচিত) বক্তব্য রাখার সময় অশান্তির সৃষ্টি হয়। যা পৌঁছে যায় হাতাহাতিতে।
advertisement
অভিযোগ, এই অঞ্চল সভাপতির অনুগামী তৃণমূল কর্মী হলেও ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে কংগ্রেসের হয়ে ভোট করেন বলে অভিযোগ। তবে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ না দিলেও ২০২৩-এর নির্বাচনে আবারও তাকে টিকিট দেয় দল। দলে সরাসরি যোগ না দিয়ে কীভাবে টিকিট পেল, তখন থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
সাহাবুদ্দিন মণ্ডল মঞ্চে বক্তব্য রাখার সময় তার বক্তব্যের জেরেই শুরু হয় দ্বন্দ্ব, যা পরবর্তীতে ইট বৃষ্টিতে পরিণত হয়। ঘটনায় একে অপরের ছোড়া ইটের আঘাতে আহত হয় দুই গোষ্ঠীর প্রায় ১২ জন। তবে এই ঘটনাই শুধু বক্তব্য রাখাকে কেন্দ্র করে বলা হলেও পুরনো রাজনৈতিক বিবাদের জেরে ঘটনা বলে মত অনেকের।
—Mainak Debnath






