স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার পাটপুকুর গ্রামে এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান চলছিল। সেখানে যোগদান করেছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, অনুষ্ঠান শেষে সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবার খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন গ্রামের একাধিক মানুষ। মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় শিশু , মহিলা, পুরুষ-সহ প্রায় ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা এলাকাবাসীদের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় পাটপুকুর এলাকায়।
advertisement
স্থানীয় বাসিন্দা ইকরাম শেখ জানান, সকলের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা। ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। খাবারে কোনও বিষক্রিয়ার কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীদের।
Mainak Debnath






