TRENDING:

Nadia News:অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে অসুস্থ অন্তত ৫০ গ্রামবাসী, দেদার চাঞ্চল্য নদিয়ায়

Last Updated:

Nadia News: অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ একাধিক গ্রামবাসী। স্থানীয় বাসিন্দার বাড়িতে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামের বহু বাসিন্দা। মঙ্গলবার দুপুরে অসুস্থ অবস্থায় প্রায় ৫০ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ একাধিক গ্রামবাসী। স্থানীয় বাসিন্দার বাড়িতে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামের বহু বাসিন্দা। মঙ্গলবার দুপুরে অসুস্থ অবস্থায় প্রায় ৫০ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অসুস্থ ব্যক্তিরা চিকিৎসাধীন হাসপাতালে 
অসুস্থ ব্যক্তিরা চিকিৎসাধীন হাসপাতালে 
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার পাটপুকুর গ্রামে এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান চলছিল। সেখানে যোগদান করেছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, অনুষ্ঠান শেষে সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবার খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন গ্রামের একাধিক মানুষ। মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় শিশু , মহিলা, পুরুষ-সহ প্রায় ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা এলাকাবাসীদের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় পাটপুকুর এলাকায়।

advertisement

স্থানীয় বাসিন্দা ইকরাম শেখ জানান, সকলের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা। ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। খাবারে কোনও বিষক্রিয়ার কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীদের।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News:অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে অসুস্থ অন্তত ৫০ গ্রামবাসী, দেদার চাঞ্চল্য নদিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল