TRENDING:

Nadia Barabazar Fire: শান্তিপুর বড়বাজারে ভয়াবহ আগুন! গভীর রাতে পুড়ে ছারখার একাধিক দোকান, এলাকায় চরম আতঙ্ক

Last Updated:

Nadia Barabazar Fire: নদিয়ার শান্তিপুর বড়বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে একাধিক দোকান পুড়ে ছারখার। দমকলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুর বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান পুড়ে ছারখার। নদিয়ার শান্তিপুর বড়বাজার তরকারি বাজারে গভীর রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায় একাধিক দোকান। বাজার জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেলে চিৎকার-চেঁচামেচিতে চারদিক সরগরম হয়ে ওঠে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট না হলেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
advertisement

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ বাহিনী। উপস্থিত হন ওসি অনুপম ঢালীসহ একাধিক পুলিশ আধিকারিক। পাশাপাশি তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল দফতরে। শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে একটি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি বড় ইঞ্জিন এসে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সাহায্য করতে।

advertisement

আরও পড়ুন: নলেন গুড়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে! আগামী দিনে নাও পাওয়া যেতে পারে খাঁটি খেজুর রস, আশঙ্কা শিউলিদের

শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানান, রাতের বেলায় ফোনে বড়বাজারে আগুন লাগার খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে দমকল দফতরকে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং দমকল কর্মীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: নদিয়া থেকে পূর্ব বর্ধমান যাওয়া আরও সহজ! এবার পায়ে হেঁটেই এক জেলা থেকে আরেক জেলা, চালু হচ্ছে নয়া সাঁকো

ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দমকল কর্মীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তাঁর দেওয়া নতুন বড় ইঞ্জিনও অগ্নিনির্বাপণে ব্যবহার করা হচ্ছে। তবে দোকানগুলোর ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট কিংবা বাজার এলাকায় থাকা প্লাস্টিক জাতীয় সামগ্রী থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিপুর বড়বাজারে ভয়াবহ আগুন! গভীর রাতে পুড়ে ছারখার একাধিক দোকান, এলাকায় চরম আতঙ্ক
আরও দেখুন

পুলিশ প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে জোরদার মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী, যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Barabazar Fire: শান্তিপুর বড়বাজারে ভয়াবহ আগুন! গভীর রাতে পুড়ে ছারখার একাধিক দোকান, এলাকায় চরম আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল