TRENDING:

Bangla News| Mystery Hill at Bankura|| বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে লুকিয়ে রয়েছে 'এক' অজানা রহস্য! জানলে অবাক হবেন

Last Updated:

mystery of Susunia Hill from Bankura: বাঁকুড়া জেলার প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড়। পাহাড়ে ওঠার মুখ্য রাস্তার পাশেই অবস্থান করছে নরসিংহ মন্দির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়াঃ স্বনামধন্য জাদুকর পিসি সরকারের নাম আমরা সবাই শুনেছি এবং পিসি সরকারের দেখানো 'ওয়াটার অফ ইন্ডিয়া' নামক ম্যাজিকটা কম বেশি সকলে পছন্দ করে। বাঁকুড়া জেলাতেও একইরকম এক প্রকার প্রাকৃতিক একটি 'ওয়াটার অফ ইন্ডিয়া' রয়েছে বাঁকুড়ায়। একটি উৎস থেকে অনবরত চলে আসছে বারি প্রবাহ। সেই জল জমা হচ্ছে একটি জলাশয়ে। তবুও কোনওদিন পূর্ণ হয় না এই জলাশয়, জলাশয়ের জলস্তর একটি নির্দিষ্ট উচ্চতার ওপরে ওঠে না।
advertisement

শুশুনিয়া পাহাড়ের সামনের দিকে রয়েছে একটি ছোট্ট ঝর্ণা। এই ঝর্ণা নিয়ে দানা বেঁধেছে বহু রহস্য। অনবরত জল পড়ে যাচ্ছে এই ক্ষুদ্র ঝরনাটি থেকে কিন্তু কোথায় এই জলের উৎস তাকেও বলতে পারেনি। এই ঝর্ণার জল জমা হয় একটি পুকুরে। আঞ্চলিকভাবে পুকুরটিকে বলা হয় গড়। কিন্তু এই গড়ের জল একটি নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্তই ওপরে ওঠে, কখনওই উপচে পড়ে না গড়ের জল। আবার জানা গিয়েছে, যে শীতকালে গরম জল বের হয় ঝরণাটি থেকে এবং গরম কালে সেই গরম জলই হয়ে যায় শীতল।

advertisement

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় আবহাওয়ার মারকাটারি বদল! ফের ৪০ ডিগ্রি ছোঁবে পারদ, আরও ভয়ঙ্কর দিন আসছে...!

View More

বাঁকুড়া জেলার প্রাকৃতিক প্রাণভ্রমরা হল শুশুনিয়া পাহাড়। এটি রাঢ় ঐতিহাসিক ভূখণ্ড হল এই শুশুনিয়া পাহাড়। পাহাড়ে অবস্থান করছে বহু প্রাচীন নরসিংহ মন্দির। এই নরসিংহ মন্দিরের সামনে থেকেই অনবরত বয়ে চলেছে একটি ক্ষুদ্র ঝর্ণা। সেই ঝর্ণার জল জমা হচ্ছে পাহাড়ের সামনের ক্ষুদ্র পুকুরটিতে। প্রাচীনকাল থেকেই এই প্রাগৈতিহাসিক এলার্ট কেন্দ্র করে গড়ে উঠেছে নানা রহস্য। আঞ্চলিক সূত্রে জানা গিয়েছে, টানা বাঁধা রহস্য গুলির সমাধান করতে পারেনি কেউ। স্থানীয় বাসিন্দাদের একমত নরসিংহের মহিমায় পূর্ণ হয় না শুশুনিয়ার গড়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News| Mystery Hill at Bankura|| বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে লুকিয়ে রয়েছে 'এক' অজানা রহস্য! জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল