পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি সোনার বিস্কুট। যার ওজন ৫২৩ গ্রাম।
advertisement
তারপরেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম মিলন শেখ বয়স ২৬ বছর। তার বাড়ি সাগরপাড়ার চরকাকমারি এলাকায়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত মিলন শেখ দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। তার কাছে সোনার বৈধ কোনও কাগজপত্র মেলেনি। ধৃতকে সোমবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হবে। কোথায় থেকে সোনা নিয়ে আসা হয়েছিল কোথায় পাচার করত এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।
—- কৌশিক অধিকারী






