TRENDING:

Nadia: উৎসবের আবহে উন্নয়নের বার্তা! বিধায়কের তৎপরতায় রক্ষা পেল 'ওঁদের' ভিটেমাটি, খুশির হাওয়া শান্তিপুরে

Last Updated:

Ganga Erosion: উৎসবের আবহে উন্নয়নের বার্তা শান্তিপুরে। শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত টেংরিডাঙ্গা এলাকায় গঙ্গার তীব্র ভাঙন রোধে অবশেষে শুরু হল কাজ। বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর তত্ত্বাবধানে কাজ শুরু করেছে সেচ দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরে গঙ্গা ভাঙন রোধে কাজের সূচনা, টেংরিডাঙ্গা এলাকায় আশার আলো। উৎসবের আবহের মধ্যেই উন্নয়নের বার্তা শান্তিপুরে। শুক্রবার নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল গঙ্গা ভাঙন রোধের কাজ। শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত টেংরিডাঙ্গা এলাকায় গত কয়েক বছরে ব্যাপক ভাঙনের ফলে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। এবার সেই ভয় কাটিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন তারা। বিগত কয়েকদিনে এলাকায় ভাঙনের সমস্যা প্রকট আকার ধারণ করায় স্থানীয় মেম্বার ও পঞ্চায়েত প্রধান একাধিকবার সেচ দফতরকে বিষয়টি জানান।
advertisement

পরবর্তীতে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজে উদ্যোগ নেন এবং সেচ দফতরকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করেন। তাঁর তত্ত্বাবধানেই শুক্রবার ভাঙন রোধের কাজের সূচনা হয়।

আরও পড়ুনঃ  গড়গড় করে চণ্ডীপাঠ করছেন চিকিৎসক, হতবাক নেটপাড়া! বাঁকুড়ার জেনারেল ফিজিশিয়ানের প্রতিভা মুগ্ধ করবে আপনাকে, দেখুন ভিডিও

কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান, শিক্ষা দফতরের আধিকারিক এবং এলাকার সাধারণ মানুষ। বিধায়ক জানান, ‘এই ভাঙন রোধের কাজ সম্পূর্ণ হলে আশেপাশের চাষের জমি ও বসতি রক্ষা পাবে। দীর্ঘদিনের সমস্যা শেষ হবে’।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চাঁদের পাহাড় দেখেছিল শংকর, মেক্সিকোর আগ্নেয়গিরি শিখরে পা রাখল পাঁশকুড়ার অর্পিতা
আরও দেখুন

টেংরিডাঙ্গা এলাকার অধিকাংশ মানুষই কৃষি নির্ভর। নদীর ধার ঘেঁষে থাকা বহু পরিবারের জমি ও ঘরবাড়ি গঙ্গার জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তাই এদিন ভাঙন রোধের কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। তাঁদের কথায়, ‘দীর্ঘদিন পর গঙ্গার ভয় থেকে মুক্তি পাব আমরা’। গঙ্গা ভাঙন রোধের এই প্রকল্প শান্তিপুরের মানুষের কাছে উৎসবের মধ্যেই এক নতুন উন্নয়নের উপহার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia: উৎসবের আবহে উন্নয়নের বার্তা! বিধায়কের তৎপরতায় রক্ষা পেল 'ওঁদের' ভিটেমাটি, খুশির হাওয়া শান্তিপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল