Bankura: গড়গড় করে চণ্ডীপাঠ করছেন চিকিৎসক, হতবাক নেটপাড়া! বাঁকুড়ার জেনারেল ফিজিশিয়ানের প্রতিভা মুগ্ধ করবে আপনাকে, দেখুন ভিডিও
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura: গড়গড় করে চণ্ডীপাঠ করছেন বাঁকুড়ার চিকিৎসক সায়ন পাল। দাদুর কাছ থেকে চণ্ডীপাঠ শুনেই বেড়ে উঠেছেন তিনি। একদিকে চিকিৎসাবিদ্যা অন্যদিকে আধ্যাত্মিক চর্চা। সেই সঙ্গে কমিক লেখক হিসেবে গোটা ভারত তাঁর ফ্যান। পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: মানুষকে বাঁচিয়ে তোলার পাশাপাশি চণ্ডীপাঠ। বাঁকুড়ার চিকিৎসক সায়ন পালের চণ্ডীপাঠ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ডাক্তার হিসাবে তাঁর পরিচিতি খুবই স্পষ্ট তবে কমিক লেখক হিসেবে গোটা ভারত তাঁর ফ্যান। তবে এবার তাঁর আধ্যাত্মিক একটা দিক দেখল বাঁকুড়ার মানুষ। চিকিৎসা বিদ্যার পাশাপাশি আধ্যাত্বচর্চা এবং সাহিত্যচর্চা দুটিই করেন ডক্টর সায়ন পাল। পেশায় তিনি একজন কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান। এছাড়াও নেশায় তিনি একজন কমিকস আর্টিস্ট। এঁকেছেন একাধিক কমিকস, পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি।
মেদিনীপুর জেলার ক্ষীরপাইতে মামাবাড়ি, চিকিৎসক সায়ন পালের। এখানে ৩৮০ বছরের প্রাচীন দুর্গাপুজো হয় আসছে, ফলত ছোট থেকেই চণ্ডীপাঠ হতে শুনছেন তিনি। চিকিৎসক জানান, জ্ঞান হওয়া থেকেই দাদু রঘুনাথ পাহাড়ীর চণ্ডীপাঠ শুনে বড় হয়েছেন তিনি। তাঁর অনুকরণেই তাঁর চণ্ডীপাঠ। বিজ্ঞানমনস্ক একজন অত্যন্ত সফল এবং প্রতিভাবান চিকিৎসক আধ্যাত্মচর্চাকে একটি ‘ডিসিপ্লিন’ বলে মনে করছেন।
advertisement
আরও পড়ুনঃ জঙ্গলমহলে জাঁকিয়ে বসছে বাঘের আতঙ্ক! অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে রহস্য, ফিরবে কি ২০১৮-র মর্মান্তিক স্মৃতি? কী বলছে বন দফতর?
ডাক্তারির মতো একটি পেশার সঙ্গে যুক্ত থাকলে প্রয়োজন সমর্পণের। চিকিৎসক বলেন, একজন রোগী সব সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হন না। কিন্তু একজন ডাক্তারও হন। তখন প্রয়োজন হয় সমর্পণের। সেই সমর্পণই শক্তি হিসেবে কাজ করে। আধ্যাত্ম্যচর্চার মাধ্যমে আসে অনুশাসন, যা চিকিৎসায় কঠিন সময়ে যথেষ্ট কাজে আসে বলেই জানিয়েছে চিকিৎসক সায়ন পাল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা ডাঃ সায়ন পাল বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তারপর বাঁকুড়া সম্মিমনী মেডিক্যাল কলেজ থেকে M.B.B.S এবং IPGMER থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর MD ডিগ্রি অর্জন করেছেন। ধীরে ধীরে তাঁর বিভিন্ন প্রতিভা এখন বাঁকুড়ার মানুষের মন কেড়ে নিচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
November 01, 2025 5:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura: গড়গড় করে চণ্ডীপাঠ করছেন চিকিৎসক, হতবাক নেটপাড়া! বাঁকুড়ার জেনারেল ফিজিশিয়ানের প্রতিভা মুগ্ধ করবে আপনাকে, দেখুন ভিডিও
