SIR Update: এসআইআর প্রক্রিয়ায় হাওড়া জেলাশাসকের অফিস এবং প্রতিটি ব্লকে থাকবে হেল্প ডেস্ক
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
SIR Update: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, কিভাবে জেলায় এসআইআর প্রক্রিয়া, বিস্তারিত জানালেন হাওড়া জেলাশাসক।
হাওড়া, রাকেশ মাইতি: বিহারের পর নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় এসআইআর ( স্পেশাল ইন্টেনশন রিভিশন ) শুরু হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভুয়ো ভোটার শনাক্ত করে ভোটার তালিকা সংশোধন। চলতি বছরের আগস্ট মাসে বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা শুদ্ধিকরণ অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন।
ভোটার তালিকায় নাম রাখতে গেলে ১১টি নথি নির্দিষ্ট করে দিয়েছে, তবে নির্বাচন কমিশনের নির্দেশে অনুযায়ী ২০০২ সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নতুন করে কোনও নথি জমা দিতে হবে না। এ বিষয়ে হাওড়া জেলাশাসক জেলার এসআইআর বিষয়ে জেলা সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি মিটিং করেন। তিনি জানান, ৪ ঠা নভেম্বর থেকে ‘এনুমারেশন ফর্ম’ দেওয়া হবে। প্রত্যেক বুথে একজন করে বিএলও কাজ করবে। প্রত্যেক এলাকার বিএলওরা প্রত্যেক বাড়িতে পৌঁছে ফর্ম দেবে। এই কাজ সম্পন্ন করতে প্রত্যেক বাড়িতে একজন বিএলও একাধিকবার যাবেন। ডিসেম্বর পর্যন্ত ফর্ম পৌঁছে দেওয়া এবং ফর্ম সংগ্রহের কাজ চলবে।
advertisement
advertisement
জেলাশাসক অফিসে একটি হেল্প ডেস্ক খোলা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক। যে সমস্ত নাগরিক জেলার বাইরে রয়েছে তারা অনলাইনের মাধ্যমে ফর্ম ডাউনলোড করে এসএইআর প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই কাজে জেলায় ৪৮৯৩ জন বিএল ও কাজ করবে। ভোটার সংখ্যা বেশি সেখানে অতিরিক্ত বিএলও নিয়োগ করার কথা জানিয়েছেন তিনি। মানুষের সুবিধার্থে প্রত্যেকটি ব্লকে একটি করে হেল্প ডেস্ক রাখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 01, 2025 8:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SIR Update: এসআইআর প্রক্রিয়ায় হাওড়া জেলাশাসকের অফিস এবং প্রতিটি ব্লকে থাকবে হেল্প ডেস্ক

