Mamata Banerjee and Abhishek Banerjee: একসঙ্গে হাঁটবেন মমতা-অভিষেক, এসআইআর প্রতিবাদে মঙ্গলবার শহরে মেগা মিছিল তৃণমূলের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee and Abhishek Banerjee: এসআইআর ইস্যুতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ নভেম্বর বিআরর আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস।
এসআইআর ইস্যুতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ নভেম্বর বিআরর আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করছে নির্বাচন কমিশন। এই বিশেষ নিবিড় সংশোধনে কোনও ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না যায় সেই নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। এবার পথে নামতে চলেছে তৃণমূল।
advertisement
advertisement
৪ নভেম্বর থেকে শুরু এসআইআর, সেই দিনই পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন এসআইআরের পাশাপাশি সংবিধান রক্ষার শপথ নিয়ে মিছিল করবে তৃণমল। ১০০ দিনের কাজের ইস্যু এবং বাংলা বাঙালির প্রতি অত্যাচারের অভিযোগ নিয়েও ওই দিন প্রতিবাদ করবে তৃণমূল।
advertisement
২৮ অক্টোবর সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। তিনি বলেছিলেন, “বিজেপির সহকারী সংস্থা ইসি, বাংলায় S.I.R ঘোষণা করেছে। উৎসবের মরসুমে ঘোষণা করেছে। আমাদের কথায় এটা রিভিশন নয়, এটা মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। নাম বাদ দেওয়ার চেষ্টা”।
advertisement
পাশাপাশি তিনি আরও বলেছিলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচিত করত। এখন সরকার ভোটার বাছাই করছে পছন্দমতো। আসল লক্ষ্য ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নয়। দেড় বছর আগেই লোকসভা ভোট হয়েছে। এই ভোটার লিস্ট ত্রুটিযুক্ত হলে, অন্যকে জ্ঞান না দিয়ে আপনি আচরি ধর্ম করুন। ইস্তফা দিয়ে S.I.R করুন”।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 01, 2025 2:35 PM IST

