Mamata Banerjee and Abhishek Banerjee: একসঙ্গে হাঁটবেন মমতা-অভিষেক, এসআইআর প্রতিবাদে মঙ্গলবার শহরে মেগা মিছিল তৃণমূলের

Last Updated:

Mamata Banerjee and Abhishek Banerjee: এসআইআর ইস্যুতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ নভেম্বর বিআরর আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস।

এবার পথে নামছেন মমতা-অভিষেক
এবার পথে নামছেন মমতা-অভিষেক
এসআইআর ইস্যুতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়আগামীনভেম্বর বিআরর আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করছে নির্বাচন কমিশন। এই বিশেষ নিবিড় সংশোধনে কোনও ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না যায় সেই নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। এবার পথে নামতে চলেছে তৃণমূল।
advertisement
advertisement
৪ নভেম্বর থেকে শুরু এসআইআর, সেই দিনই পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন এসআইআরের পাশাপাশি সংবিধান রক্ষার শপথ নিয়ে মিছিল করবে তৃণমল। ১০০ দিনের কাজের ইস্যু এবং বাংলা বাঙালির প্রতি অত্যাচারের অভিযোগ নিয়েও ওই দিন প্রতিবাদ করবে তৃণমূল।
advertisement
২৮ অক্টোবর সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। তিনি বলেছিলেন, “বিজেপির সহকারী সংস্থা ইসি, বাংলায় S.I.R ঘোষণা করেছে। উৎসবের মরসুমে ঘোষণা করেছে। আমাদের কথায় এটা রিভিশন নয়, এটা মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। নাম বাদ দেওয়ার চেষ্টা”।
advertisement
পাশাপাশি তিনি আরও বলেছিলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচিত করত। এখন সরকার ভোটার বাছাই করছে পছন্দমতো। আসল লক্ষ্য ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নয়। দেড় বছর আগেই লোকসভা ভোট হয়েছে। এই ভোটার লিস্ট ত্রুটিযুক্ত হলে, অন্যকে জ্ঞান না দিয়ে আপনি আচরি ধর্ম করুন। ইস্তফা দিয়ে S.I.R করুন”।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee and Abhishek Banerjee: একসঙ্গে হাঁটবেন মমতা-অভিষেক, এসআইআর প্রতিবাদে মঙ্গলবার শহরে মেগা মিছিল তৃণমূলের
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement