Richest Country: বিশ্বের ক্ষুদ্রতম ছোট দেশগুলির মধ্যে অন্যতম, নিজস্ব মুদ্রা এমনকী বিমানবন্দরও নেই, তবুও অন্যতম 'সবচেয়ে ধনী দেশ'

Last Updated:
Richest country in the world: চিন বা আমেরিকার মতো দেশের গড়পড়তা সাধারণ মানুষের রোজগার ভারতের তুলনায় অনেক বেশি, ভারত অনেক দেশের তুলনায় দরিদ্র। কিন্তু বিশ্বে এমন এক দেশ রয়েছে যাদের নিজস্ব মুদ্রা বা বিমানবন্দর নেই। কিন্তু সেই দেশের মানুষরা সকলেই ধনী।
1/5
চিন বা আমেরিকার মতো দেশের গড়পড়তা সাধারণ মানুষের রোজগার ভারতের তুলনায় অনেক বেশি, ভারত অনেক দেশের তুলনায় দরিদ্র। কিন্তু বিশ্বে এমন এক দেশ রয়েছে যাদের নিজস্ব মুদ্রা বা বিমানবন্দর নেই। কিন্তু সেই দেশের মানুষরা সকলেই ধনী।
চিন বা আমেরিকার মতো দেশের গড়পড়তা সাধারণ মানুষের রোজগার ভারতের তুলনায় অনেক বেশি, ভারত অনেক দেশের তুলনায় দরিদ্র। কিন্তু বিশ্বে এমন এক দেশ রয়েছে যাদের নিজস্ব মুদ্রা বা বিমানবন্দর নেই। কিন্তু সেই দেশের মানুষরা সকলেই ধনী। Image: Reuters
advertisement
2/5
দেশটির নাম লিচেনস্টাইন। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে লিচেনস্টাইন ষষ্ঠ, মাত্র ১৬০.৫ বর্গ কিমি এই দেশটির ক্ষেত্রফল। হিসাব করলে কলকাতা কর্পোরেশনের এলাকার থেকেও অনেক ছোট এই দেশটি।  Image: Reuters
দেশটির নাম লিচেনস্টাইন। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে লিচেনস্টাইন ষষ্ঠ, মাত্র ১৬০.৫ বর্গ কিমি এই দেশটির ক্ষেত্রফল। হিসাব করলে কলকাতা কর্পোরেশনের এলাকার থেকেও অনেক ছোট এই দেশটি।  Image: Reuters
advertisement
3/5
লিচেনস্টাইনের নিজস্ব কোনও মুদ্রা বা বিমানবন্দর নেই, কিন্তু এই দেশটাই বিশ্বের সবচেয়ে ধনী দেশের একটি। বিমান ওঠানামার দিক থেকে লিচেনস্টাইন অস্ট্রিয়া এবং সুইৎজারল্যান্ডের বিমানবন্দর ব্যবহার করে।  Image: Reuters
লিচেনস্টাইনের নিজস্ব কোনও মুদ্রা বা বিমানবন্দর নেই, কিন্তু এই দেশটাই বিশ্বের সবচেয়ে ধনী দেশের একটি। বিমান ওঠানামার দিক থেকে লিচেনস্টাইন অস্ট্রিয়া এবং সুইৎজারল্যান্ডের বিমানবন্দর ব্যবহার করে।  Image: Reuters
advertisement
4/5
লিচেনস্টাইনে প্রায় ৪০ হাজার জনগন বসবাস করেন। সুইৎজারল্যান্ডের নিজস্ব মুদ্রা সুইস ফ্রাঁ ব্যবহার করে লিচেনস্টাইন। হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে লিচেনস্টাইন ১৭ নম্বরে।  Image: Reuters
লিচেনস্টাইনে প্রায় ৪০ হাজার জনগন বসবাস করেন। সুইৎজারল্যান্ডের নিজস্ব মুদ্রা সুইস ফ্রাঁ ব্যবহার করে লিচেনস্টাইন। হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে লিচেনস্টাইন ১৭ নম্বরে।  Image: Reuters
advertisement
5/5
জিডিপি পার ক্যাপিটার দিক থেকে লিচেনস্টাইনের অবস্থান বিশ্বে সবার উপরে। ওই তালিকায় ৮ নম্বরে রয়েছে আমেরিকা, ১৪৭ নম্বরে ভারত। অর্থাৎ বিশ্বের অন্যতম সবচেয়ে ছোট দেশ হলেও লিচেনস্টাইনের অন্যতম ধনী দেশ। যাবেন নাকি লিচেনস্টাইনে?  Image: Reuters
জিডিপি পার ক্যাপিটার দিক থেকে লিচেনস্টাইনের অবস্থান বিশ্বে সবার উপরে। ওই তালিকায় ৮ নম্বরে রয়েছে আমেরিকা, ১৪৭ নম্বরে ভারত। অর্থাৎ বিশ্বের অন্যতম সবচেয়ে ছোট দেশ হলেও লিচেনস্টাইনের অন্যতম ধনী দেশ। যাবেন নাকি লিচেনস্টাইনে?  Image: Reuters
advertisement
advertisement
advertisement