TRENDING:

Jagadhatri Puja 2025: অশোকনগরের বুকে বিশালাকার রান্নাঘর! 'মায়ের হেঁসেলে' নারীদের দেওয়া হল বিশেষ সম্মান, মুগ্ধ সকলে

Last Updated:

Jagadhatri Puja 2025: এই পুজোর দেবী প্রতিমাতেও রয়েছে বিশেষ ছোঁয়া। এখানে দেবী জগদ্ধাত্রী এক স্নেহময়ী মাতার রূপ নিয়েছেন। সন্তানদের মুখে অন্ন তুলে দিচ্ছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ এ যেন এক বিশাল রান্নাঘর! তাও আবার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। উনুনে বড় বড় হাঁড়ি-কড়াই, পাশে সাজানো বিশাল বঁটি, হাতা-খুন্তি, থরে থরে রাখা মশলার পাত্র- সব মিলিয়ে যেন বাস্তবের হেঁসেলকেই পুজো মণ্ডপে টেনে আনা হয়েছে। কল্যাণগড়ের কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এই বছর থিম ‘মায়ের হেঁসেল’। এই ভাবনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
advertisement

কয়েক বিঘা জমি জুড়ে এই অভিনব পুজো মণ্ডপ তৈরি হয়েছে। উদ্যোক্তাদের দাবি, বাংলার ঘরে ঘরে মায়েরা সারাদিন যেভাবে হেঁসেল সামলান, সেই পরিশ্রম, স্নেহ ও ত্যাগকে শ্রদ্ধা জানাতেই এই থিম। তাঁদের কথায়, প্রতিবছর সমাজের কোনও না কোনও দিককে তুলে ধরার চেষ্টা করা হয়। এই বছর ভাবনা ছিল মায়েদের প্রতি সম্মান জানানো।

advertisement

আরও পড়ুনঃ বাংলার ‘ড্রাগন’ কাঁপাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট! বিঘাতে ১৫০ কেজি ফলন, ‘এই’ বিদেশি ফল চাষে আয় হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা

এই পুজোর দেবী প্রতিমাতেও রয়েছে বিশেষ ছোঁয়া। এখানে দেবী জগদ্ধাত্রী এক স্নেহময়ী মাতার রূপ নিয়েছেন। সন্তানদের মুখে অন্ন তুলে দিচ্ছেন তিনি। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা- সবকিছু মিলিয়ে যেন এক মাতৃত্বের মহোৎসব। নবমী থেকেই মণ্ডপ চত্বরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। ছোট-বড়, নারী-পুরুষ সকলেই এই ‘হেঁসেল’-এর শিল্পকলা দেখতে ছুটে আসছেন। বিশেষ করে নারীরা এই থিমে নিজেদের সঙ্গে একাত্মতা খুঁজে পাচ্ছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চাঁদের পাহাড় দেখেছিল শংকর, মেক্সিকোর আগ্নেয়গিরি শিখরে পা রাখল পাঁশকুড়ার অর্পিতা
আরও দেখুন

উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলার হারিয়ে যাওয়া পটচিত্র শিল্পের ছোঁয়াও মণ্ডপে ব্যবহৃত হয়েছে। বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে রান্নাঘরের প্রতিটি উপকরণ তৈরি হয়েছে। চোখধাঁধানো আলোকসজ্জা এই থিমকে আরও জীবন্ত করে তুলেছে। এবারের জগদ্ধাত্রী পুজোর থিমে ইতিমধ্যেই নজর কেড়েছে কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের এই অভিনব মণ্ডপ। দর্শনার্থীদের মতে, এই হেঁসেল না দেখলে এবারের পুজো যেন অসম্পূর্ণ থেকে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2025: অশোকনগরের বুকে বিশালাকার রান্নাঘর! 'মায়ের হেঁসেলে' নারীদের দেওয়া হল বিশেষ সম্মান, মুগ্ধ সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল