সূত্রের খবর, রিষড়া ১১ নম্বর ওয়াডের বাঙুর পার্ক ২ নং রেল গেটের বাসিন্দা রীনা দেবী গত ৯ জানুয়ারি তারিখ রাতে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সেদিন রাতেই মারা যায় সদ্যোজাত। শনিবার বিকেলে শিশুর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল। কিন্তু প্রসূতি মহিলা কেমন আছেন তা জানানো হয়নি। পরিবারের অভিযোগ, সময়ে সিজার করেনি হাসপাতাল। তাই শিশুকে বাঁচানো যায়নি। বারবার বলার পরও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল নর্মাল ডেলিভারি করানোর জন্য। হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে সরব হয়েছে রোগীর পরিবার আত্মীয়েরা।
advertisement
এখানেই শেষ নয়। অভিযোগ, চিকিৎসক প্রসূতির চিকিৎসার জন্য ৩০০ টি ইনজেকশন লিখেছিল।
বিজেপি নেতা হরি মিশ্রের অভিযোগ, হাসপাতালের চূড়ান্ত গাফিলতির জেরে মৃত্যু হয়েছে নবজাতকের। পাশাপাশি প্রসূতি মায়ের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা পরিবারের কে জানানো হয়নি। আদৌ বেঁচে রয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই আগে থেকে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
