এখন মোবাইল ফোন যত ভালো তত খারাপ। বরং ভালোর থেকে খারাপের সংখ্যাটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। মোবাইল একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা কস্মিনকালে শুধুমাত্র যোগাযোগের মাধ্যম ছিল কিন্তু এখন মোবাইলের অন্ধ প্রেমে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ।
আরও পড়ুন: সাত মাসের সহবাস, অন্তঃসত্ত্বা মহিলা! যুবকের ‘না’, সব শেষ মুহূর্তেই
সুতির আহিরন রেল ব্রীজের ওপর রিলস বানাতে গিয়ে মর্মান্তিক পরিনতি ঘটল তিন নাবালকের। ট্রেনের ধাক্কায় দ্বিঘন্ডিত হল তিন নাবালক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সুতির আহিরন ব্রীজের ওপরে। রেলের ধাক্কায় দ্বিঘন্ডিত হয়ে যাওয়ার পরেই তিনজনের দেহ পড়ে থাকে রেল লাইনের উপর। এই ঘটনায় আহত হন আরও দুইজন নাবালক। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি।
advertisement
পুলিশ জানিয়েছে মৃত তিন নাবালকের নাম আমাউল সেখ (১৪), সামিউল সেখ (১৭) ও রাফিক সেখ (১৬)। তিনজনের বাড়ি সুতি থানার অন্তর্গত মহিষাইল এলাকায় বলে জানা যায়।
আরও পড়ুন: চমকে দেবে রাম মন্দিরের ‘এই’ একটি জিনিস! রাজস্থান থেকে বহু পথ পেরিয়ে আসছে অযোধ্যায়
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মোট পাঁচজন কিশোর এলাকায় তারা মোবাইলে রিলস ভিডিও তৈরি করছিল। তখনই ট্রেন এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের, আহত হয় আরও দু’জন।ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার জেরে মৃত তিনজনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসা চলছে স্হানীয় হাসপাতালে।
—- কৌশিক অধিকারী