Women: সাত মাসের সহবাস, অন্তঃসত্ত্বা মহিলা! যুবকের 'না', সব শেষ মুহূর্তেই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Women: মৃত ওই যুবতীর নাম রনজুনা খাতুন (১৮)। বাড়ি চোপড়া থানার মদনভিটা গ্রামে।
চঞ্চল মোদক, ইসলামপুর: বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস, সাত মাসের অন্তঃসত্ত্বা, বিয়েতে না যুবকের, লজ্জায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ৭ মাসের অন্তঃসত্ত্বা এক যুবতী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েতের মদনভিটা এলাকায়।
মৃত ওই যুবতীর নাম রনজুনা খাতুন (১৮)। বাড়ি চোপড়া থানার মদনভিটা গ্রামে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, একেই গ্রামের আফরোজ আলম নামে এক যুবকের সাথে রনজুনা খাতুনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করেন ওই যুবক বলে অভিযোগ।
advertisement
advertisement
এরপর ওই যুবতী গর্ভবতী হয়ে পড়েন। একাধিক বার এ বিষয়ে আফরোজ আলম নামে ওই যুবককে বিষয়টি জানালে কোনও সাড়া না পাওয়ায় মঙ্গলবার আফরোজের বাড়িতে চলে যান ওই যুবতী বলে দাবি মৃতের পরিবারের। তারপর আফরোজ আলমের পরিবারের লোকজন ওই যুবতীকে মারধর করে তারাই দেয় বলে অভিযোগ।
advertisement
বুধবার সকালে লজ্জায় ওই যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনেরা চোপড়া থানায় অভিযোগ জানিয়েছে। এবং এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃত রনজুনা খাতুনের পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 6:09 PM IST