Women: সাত মাসের সহবাস, অন্তঃসত্ত্বা মহিলা! যুবকের 'না', সব শেষ মুহূর্তেই

Last Updated:

Women: মৃত ওই যুবতীর নাম রনজুনা খাতুন (১৮)। বাড়ি চোপড়া থানার মদনভিটা গ্রামে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
চঞ্চল মোদক, ইসলামপুর: বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস, সাত মাসের অন্তঃসত্ত্বা, বিয়েতে না যুবকের, লজ্জায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ৭ মাসের অন্তঃসত্ত্বা এক যুবতী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েতের মদনভিটা এলাকায়।
মৃত ওই যুবতীর নাম রনজুনা খাতুন (১৮)। বাড়ি চোপড়া থানার মদনভিটা গ্রামে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, একেই গ্রামের আফরোজ আলম নামে এক যুবকের সাথে রনজুনা খাতুনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করেন ওই যুবক বলে অভিযোগ।
advertisement
advertisement
এরপর ওই যুবতী গর্ভবতী হয়ে পড়েন। একাধিক বার এ বিষয়ে আফরোজ আলম নামে ওই যুবককে বিষয়টি জানালে কোনও সাড়া না পাওয়ায় মঙ্গলবার আফরোজের বাড়িতে চলে যান ওই যুবতী বলে দাবি মৃতের পরিবারের। তারপর আফরোজ আলমের পরিবারের লোকজন ওই যুবতীকে মারধর করে তারাই দেয় বলে অভিযোগ।
advertisement
বুধবার সকালে লজ্জায় ওই যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনেরা চোপড়া থানায় অভিযোগ জানিয়েছে। এবং এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃত রনজুনা খাতুনের পরিবার।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Women: সাত মাসের সহবাস, অন্তঃসত্ত্বা মহিলা! যুবকের 'না', সব শেষ মুহূর্তেই
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement