TRENDING:

Mountaineer Death : অ্যাডভেঞ্চারের নেশাই হল কাল! বাঙালি পর্বত আরোহীর মৃত্যু, বেসক্যাম্পে পৌঁছেই শরীর খারাপ, মুহুর্তে বিপদ

Last Updated:

Mountaineer : অন্নপূর্ণা বেসক্যাম্পে অসুস্থ হয়ে মৃত্যু বাঙালি পর্বতারোহীর। মৃতের নাম পিন্টু হালদার (৫৩)। তিনি উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অন্নপূর্ণা বেসক্যাম্পে অসুস্থ হয়ে মৃত্যু বাঙালি পর্বতারোহীর। মৃতের নাম পিন্টু হালদার (৫৩)। তিনি উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।
অন্নপূর্ণা
অন্নপূর্ণা
advertisement

দিন পাঁচেক আগেই প্রবল তুষারপাতের জেরে নেপালের ম্যাগদি জেলার অন্নপূর্ণা বেসক্যাম্পে আটকে পড়েছিলেন ১৭ জন ভারতীয়-সহ মোট ৭২ জন পর্বতারোহী। তাঁদের উদ্ধার করেছিল নেপালের নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এর মধ্যেই মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন পিন্টু হালদার। সহযাত্রীদের জানান শ্বাসকষ্টের কথা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান।

চিকিৎসার সুযোগ পাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পর্বতারোহণ ক্লাব সূত্রে জানা গিয়েছে, পিন্টু হালদারের বহু বছরের ট্রেকিং অভিজ্ঞতা ছিল। তিনি একাধিক ট্রেক অভিযানে অংশ নিয়েছেন, এমনকি নতুন ট্রেকারদের প্রশিক্ষণও দিয়েছেন। ক্লাবের অন্যতম কর্মকর্তা বিপ্লব চট্টোপাধ্যায় জানান, যাওয়ার পথে কোনও সমস্যা হয়নি। ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পিন্টু।

advertisement

আরও পড়ুন- Ind vs Pak ম্যাচে অভ্যবতার শাস্তি, হ্যারিস রউফ ২ ম্যাচ সাসপেন্ড, সূর্যকুমার-বুমরাহের ফাইন

View More

এখন ওখানে যোগাযোগ করা খুবই কঠিন। আইনি প্রক্রিয়া মিটিয়ে কীভাবে দেহ ফিরিয়ে আনা যাবে, তা এখনও পরিষ্কার নয়।  সহকর্মীদের বক্তব্য, কয়েকদিন আগেই হিমাচলে গিয়েছিলেন পিন্টু। সেখান থেকে ফিরে অন্নপূর্ণা ট্রেকে যোগ দেন তিনি। তাঁর হঠাৎ মৃত্যুর খবর শুনে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের কথায় পাহাড় ছিল পিন্টুর নেশা। সেই পাহাড়ের কোলেই চিরদিনের জন্য হারিয়ে গেল আমাদের প্রাণবন্ত সহকর্মী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডোমজুড়ের গ্রামের ক্রিকেট টুর্নামেন্টে ৭ লক্ষ টাকা পুরস্কার! সঙ্গে স্কুটি, ফ্রিজ, আলমারি
আরও দেখুন

Rudra Narayan Roy 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mountaineer Death : অ্যাডভেঞ্চারের নেশাই হল কাল! বাঙালি পর্বত আরোহীর মৃত্যু, বেসক্যাম্পে পৌঁছেই শরীর খারাপ, মুহুর্তে বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল