বোলপুরের মকরমপুর এলাকার স্থানীয় বাসিন্দা তথা আক্রান্ত সেই টোটো চালক রতন দাস বলেন, মকরমপুর এলাকা থেকে এক জন উত্তর নারায়ণপুর হেলিপ্যাডের কাছে যাওয়ার কথা বলে টোটোয় উঠেছিলেন। হেলিপ্যাডের কাছে পৌঁছতেই আশপাশ থেকে আরও ৩ জন সেখানে হাজির হয়ে টোটো নিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। রতনের অভিযোগ, তিনি বাধা দিতে গেলে ওই ৪ দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে টোটোটি ছিনিয়ে নিয়ে পালায়।
advertisement
রতনের মুখে, পেটে ও পিঠে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে তৎক্ষণাৎ শান্তিনিকেতন থানার দ্বারস্থ হন আহত টোটো চালক। তাঁর সঙ্গে স্থানীয় বাসিন্দারাও ছিলেন। বোলপুর-শান্তিনিকেতনের মতো এত বড় পর্যটনক্ষেত্রে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আক্রান্ত টোটো চালক বলেন, “অনেক কষ্ট করে টাকা জমিয়ে টোটো কিনেছিলাম। এই টোটো চালিয়ে সংসার চলে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব সেই চোরকে ধরে আমার টোটো আমার কাছে ফিরিয়ে দিক পুলিশ।” অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা জানান, “এমন ঘটনায় আমরা আতঙ্কিত। এই রকম হতে থাকলে টোটো চালকেরা রাতে ওই রাস্তায় টোটো নিয়ে যেতে ভয় পাবেন।”






