Toto: যাত্রী সেজে টোটোয় উঠে ছিনতাই! আস্ত টোটো চুরি করে পালাল প্যাসেঞ্জার, বাধা দেওয়ায় চালককে বেধড়ক মার

Last Updated:

Toto: যাত্রী সেজে টোটোয় উঠে টোটো নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। চালকের অভিযোগ, তিনি বাধা দিতে গেলে ওই ৪ দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে টোটোটি ছিনিয়ে নিয়ে পালায়।

টোটো
টোটো
বীরভূম, সৌভিক রায়ঃ বাড়িতে চুরি, মন্দিরে চুরি অথবা ব্যাঙ্কে চুরির ঘটনা প্রায়শয়ই দেখা ও শোনা যায়। তবে বীরভূমে এবার প্যাসেঞ্জারই ছিনতাইবাজ! টোটো চালক বাধা দিতে গেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। বোলপুর শান্তিনিকেতন থানার উত্তর নারায়ণপুর এলাকার এই ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।
বোলপুরের মকরমপুর এলাকার স্থানীয় বাসিন্দা তথা আক্রান্ত সেই টোটো চালক রতন দাস বলেন, মকরমপুর এলাকা থেকে এক জন উত্তর নারায়ণপুর হেলিপ্যাডের কাছে যাওয়ার কথা বলে টোটোয় উঠেছিলেন। হেলিপ্যাডের কাছে পৌঁছতেই আশপাশ থেকে আরও ৩ জন সেখানে হাজির হয়ে টোটো নিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। রতনের অভিযোগ, তিনি বাধা দিতে গেলে ওই ৪ দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে টোটোটি ছিনিয়ে নিয়ে পালায়।
advertisement
আরও পড়ুনঃ ‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া…’ জলের ৭০-৮০ ফুট গভীরে এমন এক মন্দির যার চূড়া কখনও ডোবে না, বীরভূমেই আছে এমন এক স্থান
রতনের মুখে, পেটে ও পিঠে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে তৎক্ষণাৎ শান্তিনিকেতন থানার দ্বারস্থ হন আহত টোটো চালক। তাঁর সঙ্গে স্থানীয় বাসিন্দারাও ছিলেন। বোলপুর-শান্তিনিকেতনের মতো এত বড় পর্যটনক্ষেত্রে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আক্রান্ত টোটো চালক বলেন, “অনেক কষ্ট করে টাকা জমিয়ে টোটো কিনেছিলাম। এই টোটো চালিয়ে সংসার চলে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব সেই চোরকে ধরে আমার টোটো আমার কাছে ফিরিয়ে দিক পুলিশ।” অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা জানান, “এমন ঘটনায় আমরা আতঙ্কিত। এই রকম হতে থাকলে টোটো চালকেরা রাতে ওই রাস্তায় টোটো নিয়ে যেতে ভয় পাবেন।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto: যাত্রী সেজে টোটোয় উঠে ছিনতাই! আস্ত টোটো চুরি করে পালাল প্যাসেঞ্জার, বাধা দেওয়ায় চালককে বেধড়ক মার
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement