Howrah: বাংলায় প্রথম! হাওড়ায় আন্তর্জাতিক মানের গুলতি প্রশিক্ষণ শিবির, কোথায় খুলেছে, ট্রেনিংয়ের খরচ কেমন জানুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah: এটি পশ্চিমবঙ্গের প্রথম আন্তর্জাতিক মানের গুলতি প্রশিক্ষণ শিবির হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। খুব সামান্য খরচে সাপ্তাহিক প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। হাওড়ার কোথায় এই প্রশিক্ষণ শিবির খুলেছে জেনে নিন।
advertisement
1/5

খেলায় বৈচিত্র আনতে হাওড়ায় নতুন চমক। অলিম্পিক ইভেন্টগুলির তালিকায় এতদিন শুটিং ও তিরন্দাজি জায়গা করে নিলেও এবার গুলতি খেলাকেও সারা বিশ্বে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে উদ্যোগী হয়েছে গুলতি খেলার আন্তর্জাতিক নিয়ামক সংস্থা। সেই প্রেক্ষিতেই ঐতিহাসিক পদক্ষেপ নিল হাওড়া। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
ছেলেমেয়েদের এবার সাপ্তাহিক প্রশিক্ষণ দেওয়া হবে। শুরুতেই গুলতি প্রশিক্ষণে জেলায় দারুণ সাড়া মিলেছে। হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই ২০০-র বেশি ছেলেমেয়ে প্রশিক্ষণে যোগ দিয়েছে। আমতা থানার কুশবেড়িয়ার চকশ্রীরামপুর কালীমন্দির সংলগ্ন মাঠে এই শিবির চলবে। এটি পশ্চিমবঙ্গের প্রথম আন্তর্জাতিক মানের গুলতি প্রশিক্ষণ শিবির হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
advertisement
3/5
সপ্তাহে একদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী ছেলেমেয়েরা প্রশিক্ষণ নেবে। আয়োজনে 'অল বেঙ্গল স্লিংশট অ্যাসোসিয়েশন'। উদ্যোক্তাদের কথায় জানা যায়, ইতিমধ্যেই ৮ বছর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ প্রশিক্ষণ নিতে যুক্ত হয়েছেন।
advertisement
4/5
ক্লাব প্রাঙ্গনে ওয়ার্ল্ড স্লিংশট ফেডারেশনের নির্দেশিকা অনুযায়ী ১০ মিটার ও ১৫ মিটার দূরত্বের গুলতি খেলার মাঠও তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই অলিম্পিক কমিটির সঙ্গে সংস্থার প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। ভবিষ্যতে গুলতির জন্য আন্তর্জাতিক মঞ্চ প্রস্তুত হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল।
advertisement
5/5
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীদিনে প্রত্যেক জেলাতেই এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে এবং শিশু-তরুণদের পেশাদার কোচিং দেওয়া হবে। খুব সামান্য খরচে প্রশিক্ষণ চলবে বলে জানান উদ্যোক্তারা। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah: বাংলায় প্রথম! হাওড়ায় আন্তর্জাতিক মানের গুলতি প্রশিক্ষণ শিবির, কোথায় খুলেছে, ট্রেনিংয়ের খরচ কেমন জানুন