বুধবার আসানসোল জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হয়। জানা যাচ্ছে, এই প্রথম এখানে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র (টাইপ ১) চালু হল। আসানসোল জেলা হাসপাতালের সুপার ডঃ নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে মূলত যে সকল শিশুরা ইনসুলিনের উপর নির্ভরশীল তাঁদের চিকিৎসা করা হবে।
আরও পড়ুনঃ হাতের কাজেই আয়ের দিশা! বাঁশের ঝুড়ি-কুলো বানিয়ে ভাল টাকা লাভ করছেন মাহালিরা, দিন দিন বাড়ছে চাহিদা
advertisement
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর হল আসানসোল। এবার সেই আসানসোল জেলা হাসপাতালের মুকুটেই একটি নতুন পালক জুড়ল। বুধবার থেকে চালু হল আরও এক নতুন পরিষেবা।
এদিন থেকে এই হাসপাতালে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র (টাইপ ১) চালু হল। এই প্রথম এখানে এই পরিষেবা শুরু হল বলে জানা যাচ্ছে। মূলত যে সকল শিশুরা ইনসুলিনের উপর নির্ভরশীল তাঁদের চিকিৎসা এই শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। ফলে স্থানীয় মানুষজনকে আর দূরে ছুটতে হবে না বলে আশা করা হচ্ছে।
