TRENDING:

West Bardhaman News : বনধের সমর্থনে রাস্তায় নেমে নিজের বিধানসভা এলাকা থেকে পুলিশের হাতে আটক কুলটির বিধায়ক

Last Updated:

Bangla Bandh BJP: বনধ সফল করতে রাস্তায় নেমেছিলেন, আর তখনই আটক করা হয়েছে কুলটির বিধায়ককে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলটি, পশ্চিম বর্ধমান : বিজেপির ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় উঠে এসেছে অশান্তির ছবি। কোথাও বনধের সমর্থনে মিছিল করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। কোথাও বাস আটকানোর চেষ্টা হয়েছে। আবার বনধ রুখতে রাস্তায় নেমেছে তৃণমূল। কখনও দু’পক্ষের মধ্যে বচসা হয়েছে। আর এসবের মধ্যে আটক বিজেপির বিধায়ক।
advertisement

এদিন বুধবার সকাল সকাল বনধ সফল করতে কুলটিতে রাস্তায় নেমে পড়েছিলেন বিজেপি কর্মী, সমর্থকরা। পুলিশ তাদের সরিয়ে দেয়। কিন্তু পরে নিজের বিধানসভা কুলটি এলাকায় বনধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। আর সে সময়ই তাঁকে আটক করা হয়েছে বলে খবর। বিধায়কের পাশাপাশি আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বিহারে চোর সন্দেহে যুবককে বেঁধে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ

advertisement

যখন বিধায়ককে আটক করে পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন গাড়িতে উঠতে গিয়ে স্লোগান দিতে দেখা যায় বিধায়ককে। একইসঙ্গে বিধায়ক অজয় পোদ্দার অভিযোগ করেছেন, পুলিশের যেখানে বাধা দেওয়ার প্রয়োজন, সেখানে তারা কাজ করছেন না। তিনি আরও বলেন, গত মঙ্গলবার ছাত্রদের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা দেখে বিজেপি এই বনধের ডাক দেয়। সেই বনধ সফল করতে তারা রাস্তায় নেমেছিলেন। আর তখনই আটক করা হয়েছে কুলটির বিধায়ককে।

advertisement

View More

আরও পড়ুন: ‘শুরু তুমি করেছো…’, আরজি কর আন্দোলনকে দিল্লি নিয়ে যাবেন! হুঙ্কার অভিষেকের

সেরা ভিডিও

আরও দেখুন
কেটেছে প্রায় ৪০০ বছর,পটাশপুরের রাস উৎসবের জৌলুস আজও অটুট
আরও দেখুন

প্রসঙ্গত এদিন জেলা জুড়ে অশান্তির ছবি ধরা পড়েছে। এদিন সকালে দুর্গাপুর বেনাচিতি বাজারে বনধ সফল করতে রাস্তায় নেমেছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। তখন তৃণমূল কর্মী, সমর্থকদের সঙ্গে তাঁর বচসা হয়। অন্য দিকে রানিগঞ্জে তৃণমূল এবং বিজেপির বচসায় এক সাংবাদিক আহত হয়েছেন। এসব নিয়েই যখন জেলায় উত্তেজনা ছড়িয়েছে, তার মধ্যে পুলিশ আটক করেছে বিজেপি বিধায়ককে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : বনধের সমর্থনে রাস্তায় নেমে নিজের বিধানসভা এলাকা থেকে পুলিশের হাতে আটক কুলটির বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল