Chilli powder in Private Part: বিহারে চোর সন্দেহে যুবককে বেঁধে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Physical assault in Bihar: বর্বরতার নজির বিহারে। চোর সন্দেহে এক যুবককে বেঁধে তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল ব্যক্তির বিরুদ্ধে।
পটনা: বর্বরতার নজির বিহারে। চোর সন্দেহে এক যুবককে বেঁধে তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও মুহূর্তে এক্স হ্যান্ডলে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায় একদল ব্যক্তি একজন যুবককে বেঁধে তাঁর প্যান্ট নামিয়ে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়। শুধু তাই নয়, যন্ত্রণা যাতে আরও বাড়ানো যায় সেই জন্য পেন দিয়ে খুঁচিয়ে দেওয়া হয়। এই ঘটনা ভাইরাল হওয়ার পরেই বিরোধীদের আক্রমণের মুখে পড়ে নীতীশের সরকার।
advertisement
advertisement
যুবককে নির্যাতনে অভিযুক্তদের মধ্যে ভিডিও দেখে মহম্মদ সিফাত নামে একজনকে গ্রেফতারও করা হয়। তবে এই ঘটনায় আরও যারা জড়িত ছিল তাঁদেরকেও খুঁজছে পুলিশ।
ঘটনার জেরে নীতীশের সরকারকে তীব্র আক্রমণ করেন তেজস্বী যাদব, তাঁর অভিযোগ বিহারে ‘তালিবান রাজ’ চলছে। তবে এই ঘটনা নিয়ে পাল্টা তেজস্বীকে আক্রমণ করেছে বিজেপিও। তবে একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আরারিয়ার ইসলামনগরে। নির্যাতনে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (খুনের চেষ্টা) এবং ১১৭ (৪) ধারায় মামলা রুজু করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2024 11:44 AM IST

