জানা গেছে, অনূর্ধ্ব১৪ বালক বিভাগে মেদিনীপুর শহরের সৌম্যরূপ দে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা (প্রথম) এবং ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রুপো (দ্বিতীয়) জিতেছে। আরিতোষ মহাকুল ১০০ মিঃ ফ্রি-স্টাইলে রুপো, ৪০০ মিঃ ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ এবং ৫০ মিঃ বাটারফ্লাই-তে রূপো জিতে মেদিনীপুরের নাম উজ্জ্বল করেছে। অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে ঐশানী সরকার ২০০ মিঃ ফ্রি-স্টাইলে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।
advertisement
আরও পড়ুন : গাছের পাতা কেটে পোর্ট্রেট! শিল্পীর প্রতিভা জানলে অবাক হবেন
এছাড়াও, অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে সোমাশ্রী চৌধুরী যথাক্রমে ২০০ মিঃ ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিঃ ব্রেস্টস্ট্রোকে দ্বিতীয় এবং ১০০ মিঃ ব্রেস্টস্ট্রোকে তৃতীয় হয়েছে। এছাড়াও, অনূর্ধ্ব ১৯ বালক বিভাগের ১০০ মিঃ ফ্রি-স্টাইলে প্রথম স্থান অধিকার করে জেলা তথা শহরকে গর্বিত করেছে মেদিনীপুর শহরের অরিজিৎ আঢ্য।
আরও পড়ুন : দু’বেলা ঠিক মতো জুটত না খাবার! আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করলেন আভা
প্রসঙ্গত পড়াশোনা সামলে সাঁতারের প্রশিক্ষণ নিত পদকজয়ীরা। পড়াশোনার পাশাপাশি কঠোর পরিশ্রম করত তারা। স্বভাবতই তাদের এই সাফল্যে খুশি পরিবার থেকে প্রশিক্ষকেরা।প্রতিটি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী ২ জানুয়ারি দিল্লিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। ছাত্র-ছাত্রীদের সাফল্যের গর্বিত মেদিনীপুর জেলাবাসী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
হারিয়ে যেতে বসা সুইমিং বা সাঁতারে পুরস্কার জয়ে খুশির হাওয়া গোটা জেলায়।
রঞ্জন চন্দ