Paschim Medinipur News: গাছের পাতা কেটে পোর্ট্রেট! শিল্পীর প্রতিভা জানলে অবাক হবেন
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Leaf Cutting Art: পাতা কেটে একের পর এক মনীষীর ছবি কিংবা পোর্ট্রেট বানিয়ে নজর কেড়েছেন এক শিল্পী, জানুন তার প্রতিভা ।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: গাছের প্রধান অঙ্গ পাতা। পাতা গাছের শারীরবৃত্তীয় কাজে লাগলেও পাতাতেই যে নানা ছবি ফুটে উঠতে পারে তা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পাতা কেটে নানা মনীষীদের ছবি এমনকি বিভিন্ন ধরনের পোর্ট্রেট তৈরি করে সুনাম কুড়িয়েছেন পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের এক শিল্পী। আপনার সামনে বসেই সামান্য কিছু সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারে আপনার ছবি তাও পাতা কেটে। করোনার সময় থেকে ঘরবন্দি অবস্থায় ধীরে ধীরে শুরু হয় তার প্রতিভার বিকাশ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামনদা এলাকার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক সঞ্জয় কুমার পয়ড়্যা।
প্রান্তিক এলাকায় সামান্য পরিবার থেকে বড় হয়ে ওঠা তার। বর্তমানে স্ত্রী, ছেলে,বাবা-মা, পরিবারকে নিয়ে সুখের সংসার। একটি বিদ্যালয় আংশিক সময় শিক্ষক এবং গৃহশিক্ষকতার পর চলে তার এই শিল্পকর্ম। জানা গিয়েছে, সঞ্জয় অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে নিজের চেষ্টায় শিখেছেন ছবি আঁকা ও লিফ কাটিং কিংবা চক কার্ভিং এর কাজ। অষ্টম শ্রেণি থেকেই ছবি আঁকা এবং নানান শিল্পকর্মের প্রতি ঝোঁক থাকায় প্রথাগত শিক্ষা না পেয়েও শিল্প শিক্ষায় নিজেকে মেলে ধরেছেন। পাশাপাশি লকডাউনের সময়কালে যখন সকলে গৃহবন্দী, তখন নিজের প্রচেষ্টায় লিফ কাটিং আর্ট শেখেন। গাছের পাতা কেটে একের পর এক মনীষীর ছবি, এমনকি লাইভ পোর্ট্রেট তৈরি করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন : মুসুরডাল চরম ক্ষতিকরও বটে! জানুন কাদের, কখন এই ডাল খাওয়া তীব্র বিপজ্জনক
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে বড় হয়ে ওঠা তার। ইংরেজিতে স্নাতকোত্তর উত্তীর্ণ। প্রশিক্ষণ নিয়েছেন প্রাথমিক শিক্ষক শিক্ষণের। কিন্তু বাড়িতেই নিজের প্রচেষ্টায় অংকন ও নানান শিল্পে নতুনত্ব আনতে নিজের চেষ্টায় তৈরি করেছেন নানা ছবি। ইতিমধ্যে তার এই শিল্পকর্মের জন্য স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস।
advertisement
advertisement
করোনার সময় থেকে শুরু হলেও কার্যত নেশা হয়ে দাঁড়িয়েছে লিফকাটিং বা পাতা কেটে নানান ছবি তৈরি। পাতা কেটে সব থেকে বেশি সংখ্যক বিভিন্ন বিখ্যাত মানুষের পোর্ট্রেট বানানোর স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস। তার এই শিল্পকর্মে খুশি সকলে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 11, 2023 3:13 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: গাছের পাতা কেটে পোর্ট্রেট! শিল্পীর প্রতিভা জানলে অবাক হবেন








