TRENDING:

শব্দের কোলাজে সাজানো মণ্ডপ! কোথাও সুরের মাধুর্য, কোথাও কোলাহল... নিউটাউনে অভিনব পুজো

Last Updated:

মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা, আলোকসজ্জা থেকে শিল্পকর্ম—সব কিছুতেই ধ্বনির নানা রূপ ধরা পড়েছে। কোথাও ধরা পড়েছে মানুষের সামাজিক জীবন ও মানসিক অবস্থা, আবার কোথাও প্রকৃতির সুমধুর আওয়াজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শব্দের কোলাজে সাজানো মণ্ডপ – কোথাও সুরের মাধুর্য, কোথাও কোলাহলের আঘাত। নিউটাউনের আটঘরা নোয়াপাড়া বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে এবারের থিম ‘ধ্বনি’।
advertisement

আধুনিক জীবনের চরম ব্যস্ততায় আমরা প্রতিদিন নানা শব্দে ঘেরা থাকি। ভাল শব্দ যেমন মানুষের মনকে প্রফুল্ল করে তোলে, তেমনই খারাপ শব্দ আমাদের জীবনে তৈরি করে বিরূপ প্রভাব। সেই বাস্তব অভিজ্ঞতাকেই কেন্দ্র করে এ বছর নিউ টাউন আটঘরা নোয়াপাড়া বারোয়ারি পুজো কমিটি সাজিয়েছে তাদের অভিনব থিম ‘ধ্বনি’।  উদ্যোক্ত আজিজুল হোসেন মণ্ডল বলেন, ‘জীবনের নানা প্রতিফলন ও প্রভাবকে শব্দ এবং আলোর সংমিশ্রণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।’ কোথাও দেখানো হয়েছে প্রকৃতির নির্মল সুর, আবার কোথাও তুলে ধরা হয়েছে শব্দদূষণের ভয়াবহতা। এর মধ্য দিয়ে দর্শকদের ভাবতে শেখান হচ্ছে – কোন ধ্বনি আমাদের জীবনে ইতিবাচক প্রভাব আনে, আর কোন ধ্বনি থেকে দূরে থাকাই শ্রেয়। প্রতি বছরের মতো এবারও আটঘরা নোয়াপাড়া বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব এনেছে নতুন চমক। মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা, আলোকসজ্জা থেকে শিল্পকর্ম—সব কিছুতেই ধ্বনির নানা রূপ ধরা পড়েছে। কোথাও ধরা পড়েছে মানুষের সামাজিক জীবন ও মানসিক অবস্থা, আবার কোথাও প্রকৃতির সুমধুর আওয়াজ।

advertisement

আরও পড়ুনএক চালেই বাজিমাত! অমিত শাহ কলকাতায়, ঠিক তখনই কোথায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! এমন জায়গা বেছে নিলেন, উসকে দিলেন অতীতের স্মৃতি!

প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলেই দর্শকরা অনুভব করবেন, তাঁরা যেন এক শব্দের জগতে প্রবেশ করছেন। সেখানে সুরের মাধুর্য যেমন আছে, তেমনি শব্দদূষণের কটু প্রভাবও রয়েছে। এই শিল্প ভাবনা শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যাবে। দর্শনার্থীদের কাছে এবারের এই অভিনব থিম একদিকে যেমন চিন্তার খোরাক দেবে, অন্যদিকে দুর্গোৎসবের আনন্দকে আরও এক ধাপ বাড়িয়ে তুলবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শব্দের কোলাজে সাজানো মণ্ডপ! কোথাও সুরের মাধুর্য, কোথাও কোলাহল... নিউটাউনে অভিনব পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল