Child Marriage: বাল্য বিবাহ! ১৮ নীচে বিয়ে, চলে গেল দুটি প্রাণ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Child Marriage: ভালবেসে বিয়ের পর পুলিশের ভয়ে সংসারে একত্রিত হতে না পেরে আত্মহত্যা নাবালক দম্পতির। দুই দিনের ব্যবধানে ঝরে গেল দুইটি প্রাণ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া ও চাঞ্চল্য এলাকা জুড়ে।
মুর্শিদাবাদ, প্রণব রকিবুল: নাবালিকা বিয়ে নিয়ে একাধিক প্রচার করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আর ১৮-এর নীচে বাল্যবিবাহ অবস্থায় বিয়ে। চলে গেল দুটি প্রাণ। ভালবেসে বিয়ের পর পুলিশের ভয়ে সংসারে একত্রিত হতে না পেরে আত্মহত্যা নাবালক দম্পতির। দুই দিনের ব্যবধানে ঝরে গেল দুইটি প্রাণ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া ও চাঞ্চল্য এলাকা জুড়ে।
আরও পড়ুনঃ আর লাগবে না কাড়ি কাড়ি টাকা! রেল যোগাযোগ ব্যবস্থায় নর্থ-ইষ্ট সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা!
জানা গিয়েছে, বহরমপুর থানার রাধারঘাট অঞ্চলের রানীনগর পশ্চিমপাড়ার ১৬ বছরের খুশি খাতুনের সঙ্গে নিয়াল্লিশপাড়া অঞ্চলের বাগমারা গ্রামের আনুমানক ১৮ বছর বয়সের রায়হান শেখের সঙ্গে তিন মাস আগে ভালবেসে বিয়ে হয়। কিন্তু সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসরের মাত্র দুই দিনের ব্যবধানে আত্মহত্যা এই নাবালক দম্পতি। গত বুধবার ভোর রাত্রে নিজের বাড়িতে রায়হানের দেহ ঝুলন্ত অবস্থায় পায় তার পরিবারের লোকেরা। এরই মাঝে দুইদিন যেত না যেতেই শুক্রবার রাত্রি একটা নাগাদ খুশি খাতুনের মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের লোকেরা।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, নাবালক দম্পতি ভালবেসে বিয়ে করেছিল। কিন্তু পুলিশে চাপে সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসরের জেরে আত্মহত্যা করেছে। রায়হানের বাবা জানিয়েছেন আমার একটি মাত্র সন্তান, সে চলে গেল আমি বাঁচবো কি করে? এরকম যেন কারো সঙ্গে না হয়।
এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে উভয় পরিবারের সদস্যরা। শোকের ছায়া গোটা এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও ১৮নীচে বিয়ে দেওয়া যে এক অপরাধ তা সামনে এল এই ঘটনার পর। ১৮নীচে বিয়ে করে যে এই পরিনতি হবে তা ভাবতেও পারেননি পরিবারের সদস্যরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2025 5:26 PM IST