Bangla News: পুজোয় খনি অঞ্চলে খুশির হাওয়া, মিলছে রেকর্ড বোনাস!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Bangla News: পুজোর আগে ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই মোটা অঙ্কের উপরি পাওনা ঢুকবে শুনেই আনন্দে আত্মহারা আধিকারিক থেকে কর্মী মহল।
দুর্গাপুর, দীপিকা সরকার: পুজোর মরশুমে বাংলা সহ দেশ জুড়ে লক্ষাধিক টাকার রেকর্ড বোনাস মিলছে খনি কর্মীদের। কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মরত প্রায় ২ লক্ষ ২০ হাজার স্থায়ী কর্মীরা দুর্গাপুজো ও দীপাবলি উপলক্ষে মোটা অঙ্কের বোনাস পেতে চলেছেন। খনির শ্রমিক সংগঠন গুলির সাথে কোল ইন্ডিয়া কর্তৃপক্ষের দীর্ঘ আলোচনা ও বৈঠকের পরে এদিন এই সিদ্ধান্ত হয়েছে। পুজোর আগে ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই মোটা অঙ্কের উপরি পাওনা ঢুকবে শুনেই আনন্দে আত্মহারা আধিকারিক থেকে কর্মী মহল।
আধকারিকদের দাবি কর্মীদের নিয়ে সারাবছর তাঁদের কাজ করতে হয়। বছরে এই একটি বার মনের মত বোনাস মিললে সারাবছর কর্মীদের কাজের উৎসাহ আরও বেড়ে যায়।
advertisement
কোল ইন্ডিয়া লিমিটেডের আধিকারিক ও কয়লা খনির শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, এই বছর পুজোর বোনাস নিয়ে কর্মীদের মধ্যে নানান কৌতুহল ছিল। কর্মীদের দাবি ছিল লক্ষাধিক টাকা বোনাসের। শ্রমিক সংগঠন গুলি কর্মীদের স্বার্থে বোনাস বৃদ্ধির দাবি নিয়ে কর্তৃপক্ষের কাছে সরব হয়। কয়েক দফায় শ্রমিক সংগঠনের সাথে কর্তৃপক্ষের বৈঠক হয়। কোল ইন্ডিয়ার কলকাতা সদর দফতরে বৃহস্পতিবার দুই পক্ষের বৈঠক হয়। শ্রমিক সংগঠন ১ লক্ষ ২৫ হাজার টাকা বোনাসের দাবি করে।
advertisement
বোনাস নিয়ে রাতভর চলতে থাকে টানাপোড়েন। শেষমেশ কর্তৃপক্ষ ১ লক্ষ ৩ হাজার টাকা বোনাস ধার্য্য করেন। কোল ইন্ডিয়ায় কর্মরত প্রায় ২ লক্ষ ২০ হাজার কর্মী ওই বোনাস পাবেন। তার মধ্যে পশ্চিম বাংলায় প্রায় ৪৫ হাজার কর্মী এই বোনাস পেতে চলেছেন। আজ থেকেই কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ।
advertisement
কোল ইন্ডিয়ার আধিকারিক অর্পণ ঘোষ জানান, গত বছর কর্তৃপক্ষ ৯৩ হাজার ৭৫০ টাকা বোনাস দিয়েছিল। তবে এই বছর বোনাসের পরিমান এক লক্ষ টাকার নিচে থাকবে বলেই সকলে অনুমান করেছিলেন। কিন্তু সকলের ভাবনা চিন্তা ছাড়িয়ে রেকর্ড করা বোনাস মিলেছে। স্বাভাবিকভাবেই খুশি সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2025 5:23 PM IST