Abhishek Banerjee: এক চালেই বাজিমাত! অমিত শাহ কলকাতায়, ঠিক তখনই কোথায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! এমন জায়গা বেছে নিলেন, উসকে দিলেন অতীতের স্মৃতি!

Last Updated:

Abhishek Banerjee: ফের প্রাসঙ্গিক বিদ্যাসাগর৷ শুক্রবার শহর কলকাতায় পুজো উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ গত রাতেই তিনি এসে গিয়েছেন কলকাতায়।

কোথায় যাচ্ছেন অভিষেক?
কোথায় যাচ্ছেন অভিষেক?
কলকাতা: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপির মিছিলে অশান্তির জেরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার স্মৃতি এখনও টাটকা কলকাতাবাসীর। মাঝে একটা বিধানসভা ভোট হয়েছে। আরও একটা লোকসভা ভোট পেরিয়ে গেছে৷ সামনে আসছে আরও একটা বিধানসভা ভোট। এই অবস্থায় ফের প্রাসঙ্গিক বিদ্যাসাগর৷ শুক্রবার শহর কলকাতায় পুজো উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ গত রাতেই তিনি এসে গিয়েছেন কলকাতায়।
শুক্রবার দুপুরে তিনি যখন কালীঘাট অঞ্চলে থাকবেন, সেই সময় উত্তর কলকাতায় বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা জানাতে হাজির থাকবেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ২০১৯ সালে লোকসভা ভোটের সময় এই মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে৷ তৃণমূলের অভিযোগ ছিল, বিজেপির মিছিল থেকেই ওই মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আবহে তা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি।
advertisement
ঘটনার এক বছর পরে ২০২০ সালের ২৯ জুলাই বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর শাহের টুইট উদ্ধৃত করেই নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক কড়া ভাষায় কটাক্ষ করেছিলেন। লিখেছিলেন, ‘বিদ্যাসাগর মহাশয় একজন মহান সমাজ সংস্কারক ছিলেন। তাঁর ধর্মনিরপেক্ষ, মুক্তচিন্তা, আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। যে অমিত শাহর সভায় যোগ দিতে আসা বিজেপির কর্মী সমর্থকরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন তাঁর এই ধরনের শ্রদ্ধাজ্ঞাপন বিদ্রুপের সমান। এমন ক্ষুদ্র পোস্ট করে বিদ্যাসাগরকে প্রতীকী সম্মান দেখানো বন্ধ হোক।’ এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাদের রাজনৈতিক সমাবেশে ও বক্তৃতায় সে দিনের প্রসঙ্গ বারবার টেনে আনেন।
advertisement
advertisement
রাজনৈতিক মহলের মতে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় অভিযোগ প্রমাণিত না হলেও বিজেপির ভাবমূর্তি নষ্ট হয়েছিল অনেকটা। আর এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে বাঙালি বিরোধী দল হিসাবে তকমা দেওয়ার কাজ ত্বরাণ্বিত করেছিল তৃণমূল। এই আবহেই, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে দুপুর সাড়ে ১২টা নাগাদ বিদ্যাসাগর কলেজে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবেন তিনি। তখন শহরে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: এক চালেই বাজিমাত! অমিত শাহ কলকাতায়, ঠিক তখনই কোথায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! এমন জায়গা বেছে নিলেন, উসকে দিলেন অতীতের স্মৃতি!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement