১৬ বছরের কিশোর বিশ্বজিৎ ঘোষের জীবনের কেন্দ্রে শুধুই “দিদি”। আর তাই, যেখানে সভা, সেখানেই হুইলচেয়ারে চড়ে উপস্থিত সে। কোনও বাধাই তাকে আটকে রাখতে পারে না। বীরভূমের খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা অঞ্চলের ভাদুলিয়া গ্রামের একটি সাধারণ পরিবারে জন্ম বিশ্বজিতের।
advertisement
মা সুচিত্রা ঘোষ বলছেন, “জন্ম থেকেই ও প্রতিবন্ধী। দেশের বড় বড় হাসপাতালে ঘুরেছি, কোথাও চিকিৎসায় সুফল পাইনি। তবু ওর মনোবল ভাঙেনি। আর এই মনোবলের প্রধান কারণ ‘দিদি’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলেই ওর চোখে আলো আসে, হাসি ফোটে মুখে।” বিশ্বজিতের দাদু গোসাই ঘোষ বলেন, “ও সভা শুনলেই ব্যাকুল হয়ে পড়ে। খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় যদি নিয়ে না যাই। আমিই ঠেলি ওর হুইলচেয়ার, যাই সভায়।”
আরও পড়ুন: দত্তপুকুরের স্কুলে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার? ভিডিও ছড়াতেই বিরাট আতঙ্ক, দেখুন
বিশ্বজিতের ঘরের দেয়ালজুড়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তাঁর সকাল শুরু হয় দিদির ছবি দেখে, রাত ঘুমোতে যাওয়ার আগে শেষবার তাকিয়ে দেখে সেই মুখ। বিশ্বজিৎ বলে, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার দেখা করতে চাই। আমার ইচ্ছে খুব, একবার যদি সামনে থেকে দেখতে পারি, কথা বলতে পারি, তাহলে আমার জীবন সার্থক হবে।” রাজনীতির বাইরেও এক ‘মমতা-ভক্ত’র এই আবেগ সত্যিই ছুঁয়ে যায় অন্তর।
সুদীপ্ত গড়াই





