TRENDING:

Mahashivratri 2022: Bardhaman: আসেন বরযাত্র্রীরা, পাত পেড়ে বসে খাওয়া হয় নিমন্ত্রণ পর্ব, প্রাচীন এই মন্দিরে মহাশিবরাত্রিতে বিয়ে হয় শিব পার্বতীর

Last Updated:

Mahashivratri 2022: প্রাচীন এই মন্দিরে শিবরাত্রিতে রীতি ও ঐতিহ্য মেনে শিব পার্বতীর বিয়ে হয়। আসেন বরযাত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাগড় : রাত পোহালেই মহাশিবরাত্রি তিথি (Mahashivratri 2022)। দেশজুড়ে কৈলাসপতির আরাধনায় মেতে উঠবেন ভক্তরা। বিভিন্নভাবে হবে পূজা পাঠ। ইতিমধ্যে অনেক জায়গায় হোম যজ্ঞ, পুজোপাঠ শুরু হয়ে গিয়েছে। শিবরাত্রি উপলক্ষে জেলার বহু প্রাচীন মন্দিরগুলিতে মহা ধুমধামের সঙ্গে পালিত হবে মহা শিবরাত্রি। বিভিন্নভাবে পুজো হবে। সব জায়গায় একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
প্রাচীন এই মন্দিরে শিবরাত্রিতে রীতি ও ঐতিহ্য মেনে শিব পার্বতীর বিয়ে হয়
প্রাচীন এই মন্দিরে শিবরাত্রিতে রীতি ও ঐতিহ্য মেনে শিব পার্বতীর বিয়ে হয়
advertisement

তবে আজ আপনাদের এমন একটি শিব মন্দিরের কথা জানাব, যেখানে শুধু মহা শিবরাত্রি পুজো বা ভক্তের সমাগম হয় না, হয় আরও অনেক কিছু। প্রাচীন এই মন্দিরে শিবরাত্রিতে রীতি ও ঐতিহ্য মেনে শিব পার্বতীর বিয়ে হয়। আসেন বরযাত্রী। সমস্ত বরযাত্রীকে শিবমন্দিরে পাত পেড়ে খাওয়ানো হয় ভোগপ্রসাদ। এমনই একটি মন্দির রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়।

advertisement

আরও পড়ুন : বয়স লুকোতে চান? যত্ন নিন চোখের নীচের ত্বকের

পশ্চিম বর্ধমানের (West Bardhaman) পানাগড়ের (Panagarh) দার্জিলিং মোড়ের কাছে রয়েছে উড়িয়াবাবার মন্দির। বহু প্রাচীন এই মন্দিরে প্রতিবছর মহা ধূমধামে পালিত হয় শিবরাত্রি। বহু দূরদূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরের শিবের মাথায় জল ঢালতে। তবে এই মন্দিরের বিশেষত্ব মহাশিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ে।

advertisement

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে উপবাস করবেন তো? এই নিয়মগুলি অবশ্যই মানুন

আরও পড়ুন : এখন থেকেই বেল খাওয়া শুরু করুন, সমস্যামুক্ত থাকবেন বছরভর

স্থানীয় একটি বিশ্বকর্মা মন্দির থেকে এই মন্দিরে আসেন বরযাত্রী অর্থাৎ ভক্তরা। তাঁদের সকলকে শিব মন্দির চত্বরে খাওয়ানো হয়। বহু প্রাচীন রীতি এখনও পর্যন্ত চলে আসছে। এ বছরও তার অন্যথা হবে না।

advertisement

( প্রতিবেদন: নয়ন ঘোষ)

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahashivratri 2022: Bardhaman: আসেন বরযাত্র্রীরা, পাত পেড়ে বসে খাওয়া হয় নিমন্ত্রণ পর্ব, প্রাচীন এই মন্দিরে মহাশিবরাত্রিতে বিয়ে হয় শিব পার্বতীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল