তবে আজ আপনাদের এমন একটি শিব মন্দিরের কথা জানাব, যেখানে শুধু মহা শিবরাত্রি পুজো বা ভক্তের সমাগম হয় না, হয় আরও অনেক কিছু। প্রাচীন এই মন্দিরে শিবরাত্রিতে রীতি ও ঐতিহ্য মেনে শিব পার্বতীর বিয়ে হয়। আসেন বরযাত্রী। সমস্ত বরযাত্রীকে শিবমন্দিরে পাত পেড়ে খাওয়ানো হয় ভোগপ্রসাদ। এমনই একটি মন্দির রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়।
advertisement
আরও পড়ুন : বয়স লুকোতে চান? যত্ন নিন চোখের নীচের ত্বকের
পশ্চিম বর্ধমানের (West Bardhaman) পানাগড়ের (Panagarh) দার্জিলিং মোড়ের কাছে রয়েছে উড়িয়াবাবার মন্দির। বহু প্রাচীন এই মন্দিরে প্রতিবছর মহা ধূমধামে পালিত হয় শিবরাত্রি। বহু দূরদূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরের শিবের মাথায় জল ঢালতে। তবে এই মন্দিরের বিশেষত্ব মহাশিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ে।
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে উপবাস করবেন তো? এই নিয়মগুলি অবশ্যই মানুন
আরও পড়ুন : এখন থেকেই বেল খাওয়া শুরু করুন, সমস্যামুক্ত থাকবেন বছরভর
স্থানীয় একটি বিশ্বকর্মা মন্দির থেকে এই মন্দিরে আসেন বরযাত্রী অর্থাৎ ভক্তরা। তাঁদের সকলকে শিব মন্দির চত্বরে খাওয়ানো হয়। বহু প্রাচীন রীতি এখনও পর্যন্ত চলে আসছে। এ বছরও তার অন্যথা হবে না।
( প্রতিবেদন: নয়ন ঘোষ)