এভাবেই গত দুই তিন দিন ধরে সংঘর্ষের ফলে রণক্ষেত্রের চেহারা ধারন করেছে সন্দেশখালি এলাকা। এলাকায় পৌঁছলে দেখা মিলবে কারও কারও হাতে লাঠি, বাঁশ। যেন এক উত্তপ্ত পরিস্থিতি গোটা এলাকাজুড়ে। সেই সঙ্গে পুলিশি দাপাদাপি যেন গোটা এলাকা জুড়ে এক প্রকার অঘোষিত যুদ্ধের আবহ।
advertisement
আরও পড়ুন: হাড়হিম করা ঘটনার সাক্ষী হরিপালের বাসিন্দারা! মায়ের সঙ্গে এ কী করল ছেলে!
এমন পরিস্থিতিতে জীবনের প্রথম বড় পরীক্ষায় এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা চরম আতঙ্কে পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে। সরগরম পরিস্থিতিতে যেন ভয়ে বুক দুরু দুরু করছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। চোখে মুখে একরাশ আতঙ্কের ছাপ নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দিচ্ছে, আবার পরীক্ষা শেষ হলেই আতঙ্কে বাড়ি ফিরতে হচ্ছে।
আরও পড়ুন: রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বিরাট বেতন বৃদ্ধি! ৫০ হাজার কর্মীর মুখে হাসি, কত বাড়ল বেতন?
দিন কিংবা রাত এই বুঝি আবার কোন ভয়াবহ পরিস্থিতি হতে পারে এই ভয় নিয়েই বাড়িতে ঠিকমতো পড়াশোনাও করতে পারছে না ছাত্রছাত্রীরা।পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য রাস্তায় অটো, টোটো কিংবা কোনও যানবাহনও ঠিকমতো মেলা দুষ্কর হয়ে পড়েছে। যার ফলে পরীক্ষা কেন্দ্রে যেতেও কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হচ্ছে তাঁরা। এমন পরিস্থিতিতে সন্দেশখালি এলাকায় শান্তির আবহ ফিরুক, এমনটাই চাইছেন ছাত্রছাত্রী-শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকেরাও।
—– জুলফিকার মোল্যা





