Hooghly News: হাড়হিম করা ঘটনার সাক্ষী হরিপালের বাসিন্দারা! মায়ের সঙ্গে এ কী করল ছেলে!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News: অভিযুক্ত নিতাই গরাংকে গ্ৰেফতার করেছে হরিপাল থানার পুলিশ।
হুগলি: হুগলির হরিপালে হাড় হিম করা ঘটনার সাক্ষী গ্রামবাসীরা। নিজের জন্মদায়ীনি মা এর সঙ্গে এমন কাণ্ড ঘটাবে ছেলে তা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি কোন মানুষ। মাথা গরমের বশে ছেলের কটারির কোপে খুন হতে হল মাকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিপালের নালিকুলে। মৃত মহিলার নাম সুমিত্রা গরাং। তার ছেলে অভিযুক্ত নিতাই গরাংকে গ্ৰেফতার করেছে হরিপাল থানার পুলিশ।
মৃতের বড় ছেলে অর্থাৎ অভিযুক্ত নিতাই-এর দাদা গৌরাঙ্গ গরাং জানান, এদিন সকালে আমিও আমার ভাই বাড়ির বিভিন্ন জায়গা , মাচা পরিষ্কার করছিলাম। সেই সময় হঠাৎই একটা ইট ভাইয়ের মাথায় পড়ে যায়। তখন ভাই রেগে গিয়ে মায়ের দিকে কাটারি নিয়ে ছুটে যায়।
advertisement
advertisement
এবং মায়ের গলায় কোপ মারে। ভাইকে ধরবার আগেই মা রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। মাকে নিয়ে সঙ্গে সঙ্গে হরিপাল হাসপাতালে নিয়ে আসি চিকিৎসকরা জানায় মা মারা গেছে। দাদ গৌরাঙ্গ এর আরওদাবি , ভাই মানসিক রোগী। মাঝেমধ্যেই মাথার সমস্যা হয়।
advertisement
কয়েক বছর ধরে চিকিৎসাও চলছে, ওষুধও খায়। কিন্তু আজকে হঠাৎ কিভাবে সে মাথা গরম করে ফেলল বুঝতে পারছিনা ?ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং মৃতের ছেলে নিতাই গরাংকে গ্রেফতার ও করেছে। পুলিশ জানিয়েছে , অভিযুক্ত ঘটনার কথা স্বীকার করেছে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তার ময়না তদন্তের পরেই জানা যাবে।
advertisement
—– রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 6:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হাড়হিম করা ঘটনার সাক্ষী হরিপালের বাসিন্দারা! মায়ের সঙ্গে এ কী করল ছেলে!

