Hooghly News: হাড়হিম করা ঘটনার সাক্ষী হরিপালের বাসিন্দারা! মায়ের সঙ্গে এ কী করল ছেলে!

Last Updated:

Hooghly News: অভিযুক্ত নিতাই গরাংকে গ্ৰেফতার করেছে হরিপাল থানার পুলিশ।

মৃত মহিলা সুমিত্রা গরাং
মৃত মহিলা সুমিত্রা গরাং
হুগলি: হুগলির হরিপালে হাড় হিম করা ঘটনার সাক্ষী গ্রামবাসীরা। নিজের জন্মদায়ীনি মা এর সঙ্গে এমন কাণ্ড ঘটাবে ছেলে তা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি কোন মানুষ। মাথা গরমের বশে ছেলের কটারির কোপে খুন হতে হল মাকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিপালের নালিকুলে। মৃত মহিলার নাম সুমিত্রা গরাং। তার ছেলে অভিযুক্ত নিতাই গরাংকে গ্ৰেফতার করেছে হরিপাল থানার পুলিশ।
মৃতের বড় ছেলে অর্থাৎ অভিযুক্ত নিতাই-এর দাদা গৌরাঙ্গ গরাং জানান, এদিন সকালে আমিও আমার ভাই বাড়ির বিভিন্ন জায়গা , মাচা পরিষ্কার করছিলাম। সেই সময় হঠাৎই একটা ইট ভাইয়ের মাথায় পড়ে যায়। তখন ভাই রেগে গিয়ে মায়ের দিকে কাটারি নিয়ে ছুটে যায়।
advertisement
advertisement
এবং মায়ের গলায় কোপ মারে। ভাইকে ধরবার আগেই মা রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। মাকে নিয়ে সঙ্গে সঙ্গে হরিপাল হাসপাতালে নিয়ে আসি চিকিৎসকরা জানায় মা মারা গেছে। দাদ গৌরাঙ্গ এর আরওদাবি , ভাই মানসিক রোগী। মাঝেমধ্যেই মাথার সমস্যা হয়।
advertisement
কয়েক বছর ধরে চিকিৎসাও চলছে, ওষুধও খায়। কিন্তু আজকে হঠাৎ কিভাবে সে মাথা গরম করে ফেলল বুঝতে পারছিনা ?ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং মৃতের ছেলে নিতাই গরাংকে গ্রেফতার ও করেছে। পুলিশ জানিয়েছে , অভিযুক্ত ঘটনার কথা স্বীকার করেছে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তার ময়না তদন্তের পরেই জানা যাবে।
advertisement
—– রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হাড়হিম করা ঘটনার সাক্ষী হরিপালের বাসিন্দারা! মায়ের সঙ্গে এ কী করল ছেলে!
Next Article
advertisement
অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়িতে ধাক্কা ভলভো বাসের! বিরাট দুর্ঘটনার মুখে সবার প্রিয় ‘একেন বাবু’! 
বিরাট দুর্ঘটনার মুখে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী! 'একেন বাবু'র গাড়িতে ধাক্কা ভলভো বাসের!
  • জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী দক্ষিণ কলকাতায় ভলভো বাস দুর্ঘটনার শিকার হন.

  • অনির্বাণের শারীরিক অবস্থার বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি.

  • একেন বাবু চরিত্রে অনির্বাণের অভিনয় বাংলা কনটেন্টে নতুন মাত্রা এনেছে.

VIEW MORE
advertisement
advertisement