Job News: ৫ লক্ষ চাকরি! বাজেটে বড় ঘোষণা! কলকাতা পাচ্ছে নতুন ফ্লাইওভার! এয়ারপোর্ট আরও কাছে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Job News: লোকসভা ভোটের আগেও রাজ্য সরকার বাজেটে প্রায় কল্পতরু হয়ে উঠল। লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা, সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ছাড়াও ঘোষণা হল নতুন প্রকল্পেরও।
কলকাতা: নিউটাউন থেকে এয়ারপোর্ট যোগাযোগ উন্নত করার জন্য ইএম বাইপাস মোড় থেকে নিউটাউন সিজি ব্লক সন্নিহিত মহিষবাথান পর্যন্ত ৭ কিমি ফ্লাইওভার তৈরি করা হবে বলে বাজেটে ঘোষণা হল রাজ্য বাজেটে। বৃহস্পতিবার অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণা করেন।
একইসঙ্গে তিনি বলেন, যুবক যুবতীদের কর্ম সংস্থানের জন্য বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা গুলোতে সমস্ত খালিপদ পূর্ণ করার জন্য ৫ লক্ষ কর্মসংস্থান করা হবে।
advertisement
আরও পড়ুন: রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বিরাট বেতন বৃদ্ধি! ৫০ হাজার কর্মীর মুখে হাসি, কত বাড়ল বেতন?
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেও রাজ্য সরকার বাজেটে প্রায় কল্পতরু হয়ে উঠল। লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা, সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ছাড়াও ঘোষণা হল নতুন প্রকল্পেরও। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার চালু করছে নয়া প্রকল্প ‘কর্মশ্রী’। এরই মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক কর্মীদের (গ্রুপ সি ও গ্রুপ ডি) মাসিক পারিশ্রমিক যথাক্রমে ৩,৫০০ ও ৩,০০০ টাকা করে বাড়ানো হল। এতে এই ধরনের ৫০ হাজার কর্মী উপকৃত হবে।
advertisement
এদিকে, বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতাও বাড়ল ১০০০ টাকা। এর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি, এখন থেকে ২০ শতাংশ সিভিক ভলান্টিয়ার পুলিশে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলেও ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 6:29 PM IST