Govt Scheme: রাজ্য বাজেটে বিরাট ঘোষণা! আসছে নতুন প্রকল্প 'কর্মশ্রী'! লাখ-লাখ পরিবার হবে উপকৃত

Last Updated:

Govt Scheme: ২০২৪ সালের মে মাস থেকে এই প্রকল্প চালু হবে। আবাস যোজনায় বকেয়ার জন্য আরও একমাস অপেক্ষা করা হবে।

বড় ঘোষণা বাজেটে
বড় ঘোষণা বাজেটে
কলকাতা: বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২১ সালে বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডার, পড়ুয়া ঋণ-কার্ডের পাশাপাশি নতুন রূপে কৃষকবন্ধু প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্যের সরকার। ভোট পরবর্তী বাজেটে তার প্রতিফলনও দেখা গিয়েছিল। লোকসভা ভোটের আগেও রাজ্য সরকার বাজেটে প্রায় কল্পতরু হয়ে উঠল। লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা, সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ছাড়াও ঘোষণা হল নতুন প্রকল্পেরও। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার চালু করছে নয়া প্রকল্প ‘কর্মশ্রী’। এই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ নিশ্চিত করা হবে।
২০২৪ সালের মে মাস থেকে এই প্রকল্প চালু হবে। আবাস যোজনায় বকেয়ার জন্য আরও একমাস অপেক্ষা করা হবে। নাহলে রাজ্য সরকারের টাকা থেকে এই পরিবারদের আর্থিক সাহায্যের বিবেচনা করবে রাজ্য সরকার। একশো দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডাদের বকেয়া মেটানোর জন্য ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হল। প্রত্যেক জব কার্ড হোল্ডাদের অন্তত ৫০ দিন কাজ দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা।
advertisement
advertisement
এদিকে, চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পড়ার মধ্যে ফের বিজেপি পরিষদীয় দল হট্টগোল শুরু করে। উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে হুঁশিয়ারির সুরে বলেন, “আমাদের বাজেট পেশ করতে দিন। তার পর আপনারা সমালোচনা করুন। আর যদি ভাবেন, বাজেট পেশই করতে দেবেন না, তা হলে আমরাও সংসদে বাজেট পেশ করতে দেব না।”
advertisement
এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হল। বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনে সে কথা ঘোষণা করা হয়েছে। এই নিয়ে একই বছরে দু’বার ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা জানান, আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে। গত জানুয়ারি মাসেও ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সে বারও চার শতাংশ ডিএ বেড়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Govt Scheme: রাজ্য বাজেটে বিরাট ঘোষণা! আসছে নতুন প্রকল্প 'কর্মশ্রী'! লাখ-লাখ পরিবার হবে উপকৃত
Next Article
advertisement
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে? দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?দেখে নিন চুক্তি
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ

  • ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?

  • দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement