লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর...! ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০! লোকসভা ভোটের আগে বাজেটে বিরাট ঘোষণা রাজ্যের

Last Updated:

Lakshmir Bhandar: রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানো হল।

লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর!
লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর!
কলকাতা: বাংলার সব মহিলাই যাতে ‘হাত খরচের’ টাকা পেতে পারেন সেই জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। অনেকেই সেই টাকা পাচ্ছেন ইতিমধ্যেই। প্রতি মাসেই অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা। ২০২৪ রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানো হল। যার ফলে ১০০০ টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হল ১২০০ টাকা।
পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও বাজেটে দেওয়া হয়েছে বড় খবর৷ ডিসেম্বর মাসের পরে ফের রাজ্য বাজেট পেশের সময়েও সরকারি কর্মীদের বেতন ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল সরকার৷ এদিন বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্তমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷
advertisement
advertisement
DA বাড়ানো, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, সরকার মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী চালু করছে চলতি আর্থিক বর্ষে। এরই পাশাপাশি সরকার চালু করছে নয়া প্রকল্প ‘কর্মশ্রী’। এই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ নিশ্চিত করা হবে বলে ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। কার্যত কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা হতে চলেছে এই ৫০ দিনের কাজ। মে, ২০২৪ থেকে এই প্রকল্প চালু হবে বলে জানান।
advertisement
আবাস যোজনায় বকেয়ার জন্য আরও একমাস অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়েছে রাজ্য বাজেটে। একইসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, নাহলে রাজ্য সরকারের টাকা থেকে এই পরিবারদের আর্থিক সাহায্যের বিবেচনা করবে রাজ্য সরকার। একইসঙ্গে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ মাসিক বেতন ১০০০ টাকা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে।
advertisement
সম্প্রতি রাজ্যে আরেক দফা ‘দুয়ারে সরকার’ ক্যাম্প হয়েছে। এই ক্যাম্পেও অনেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পর জন্য আবেদন করেছেন। এই সঙ্গেই বার্ধক্য ভাতার জন্যও আবেদন গ্রহণ করা হয়। তবে এখনও হাতে টাকা পাননি তাঁরা। দুর্গাপূজার আগেই তাদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তাঁদের অ্যাকাউন্টেও টাকা ঢুকবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর...! ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০! লোকসভা ভোটের আগে বাজেটে বিরাট ঘোষণা রাজ্যের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement