রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ন’টার সময় রেলের পক্ষ থেকে সার্কুলার জারি করা হয় যে শনিবার থেকেই বামনগাছি স্টেশনে থামবে রানাঘাট ভায়া শিয়ালদহগামী এসি লোকাল। সেই খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।
advertisement
শনিবার এসি বনগাঁ লোকাল প্রথমবারের জন্য বামনগাছি স্টেশনে ঢুকতেই বেলুন ও ফুলে সাজানো স্টেশন প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। যাত্রীরা ট্রেনের চালককে মিষ্টি ও ফুল দিয়ে স্বাগত জানান।
এরপর রেললাইনে নারকেল ফাটিয়ে ও পুজো দিয়ে ট্রেনটি শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয় রেলযাত্রীদের দাবি, এই স্টপেজ শুরু হওয়ায় দৈনন্দিন যাতায়াতে বড় সুবিধা মিলবে। প্যাসেঞ্জার কমিটির পক্ষ থেকেও রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানান হয়েছে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2025 5:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AC Local Train: দীর্ঘদিনের দাবি ছিল এবার সেটা পূরণ হল, তাই এসি ট্রেনকেই পুজো, বামনগাছির প্যাসেঞ্জাররা দারুণ খুশ






