Bankura News: বাংলার গর্ব! রেকর্ড বুকে নাম তুললেন সরকারি স্কুলের শিক্ষিকা, একই অঙ্গে নানা রূপ বাঁকুড়ার 'আইকন' মুন্নার

Last Updated:

Bankura News: প্রথম দিকে বডিবিল্ডিং নিয়ে কিছু করার স্বপ্ন ছিল। শিক্ষকতা ও সংসারের দায়িত্বে সেই স্বপ্ন চাপা পড়ে গিয়েছে। তবুও হাল ছাড়েননি মুন্না পাল বাসুলি। এবার রেকর্ড বুকে নাম তুললেন বাঁকুড়ার এই স্কুল শিক্ষিকা।

মুন্না পাল বাসুলি
মুন্না পাল বাসুলি
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ সরকারি স্কুলের শিক্ষিকা তিনি। কচিকাঁচাদের পড়ানোর পাশাপাশি সংসার সামলান মুন্না পাল বাসুলি। এর পাশাপাশি শিক্ষিকার আরও একটি পরিচয় রয়েছে, তিনি একজন বডি বিল্ডার। বডি বিল্ডার এই শিক্ষিকা বিগত তিন থেকে চার বছর ধরে শরীরচর্চা করছেন। সেই সঙ্গেই সম্প্রতি স্কুটি নিয়ে ১৯০২৪ ফুট উঁচু ‘উমলিং লা’য় পৌঁছে গিয়েছিলেন তিনি। এ যেন একই অঙ্গে তিনটি ভিন্ন রূপ!
বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা মুন্না পাল বাসুলি এখন বাঁকুড়ার ‘আইকন’। এবার তিনি পেলেন আরও একটি স্বীকৃতি, সর্বভারতীয় একটি রেকর্ড বুকে নাম তুললেন তিনি। পৃথিবীর সর্বোচ্চ ‘Motorable Pass’ ‘উমলিং লা’তে বাইক অভিযান সম্পন্ন করে বাঁকুড়া ফিরে এসেছেন এই শিক্ষিকা। একইসঙ্গে বিয়ের আগে রক্ত পরীক্ষা জরুরি এবং থ‍্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার বার্তাও দিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ একবার এলে যেতে ইচ্ছা করবে না! বর্ধমানে শুরু বাউল ফকিরি মেলা, গান-বাজনার সঙ্গেই রয়েছে আরও একাধিক আকর্ষণ
এমন এক মহৎ উদ্দেশ্য নিয়ে গত ৩ অক্টোবর বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমি বা বেনা’র চারজনের একটি দল বিপদ সংকুল পর্বতের রাস্তায় মোটরসাইকেল চালানোর অভিযানে বের হন। তাপমাত্রা ছিল মাইনাস ৭ থেকে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই আবহাওয়ায় বাইক চালানো খুবই দুষ্কর একটি কাজ। কিন্তু তা সত্ত্বেও দলের অদম‍্য চেষ্টা তাঁদের সফলতার শিখরে পৌঁছে দেয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুন্না পাল বাসুলির প্রথম দিকে বডিবিল্ডিং নিয়ে কিছু করার স্বপ্ন ছিল। শিক্ষকতা ও সংসারের দায়িত্বে সেই স্বপ্ন চাপা পড়ে গিয়েছে। তবুও হাল ছাড়েননি তিনি। নিজের একাধিক কাজের মাধ্যমে আস্তে আস্তে জেলার একটি ‘আইকন’ হয়ে উঠছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাংলার গর্ব! রেকর্ড বুকে নাম তুললেন সরকারি স্কুলের শিক্ষিকা, একই অঙ্গে নানা রূপ বাঁকুড়ার 'আইকন' মুন্নার
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement