বেতনী নদীর পাড়ের কংক্রিট ঢালাই রাস্তার নীচের মাটি সরে গিয়ে প্রায় ২০ ফুট জায়গা অনেকটা করে বসে গিয়েছে। ফলে এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে নদী বাঁধের দুর্বলতা নতুন নয়। সুন্দরবন এলাকায় বহুদিন ধরেই ভাঙন, পাড় বসে যাওয়া ও জোয়ারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মানুষজন। তাঁদের দাবি, পাকা কংক্রিটের নদী বাঁধ ছাড়া এই বিপদ থেকে মুক্তি মিলবে না। সাময়িক মেরামতি বা মাটি ফেলে সমাধান করার চেষ্টা অতীতেও বহুবার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ।
advertisement
ঘোষপুরের বাসিন্দাদের মতে, এবার যে অংশ বসে গিয়েছে, সেখান থেকে বড়সড় নদী ভাঙন শুরু হওয়ার আশঙ্কা প্রবল। নদীতে বৃষ্টি বা জোয়ারের চাপ বাড়লেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন, ফলে নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা বাড়ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের অভিযোগ, এই সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ এখনও চোখে পড়েনি। সুন্দরবন অঞ্চলের নদী সম্পদের সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত এই এলাকায় মানুষের একটাই দাবি, অবিলম্বে কংক্রিটের শক্তিশালী নদী বাঁধ নির্মাণ। এখন দেখার বিষয়, ঘটনার পর প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয় এবং নদী বাঁধকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।





