Nadia News: চূর্ণী নদীতে কুমির আতঙ্ক, মাছ ধরার জন্য ছিপ ফেলতেই মিলল দর্শন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:

Nadia News: স্থানীয়দের দাবি, ভাগীরথী নদীতে মাঝেমধ্যে কুমির দেখা গেলেও চূর্ণী নদীতে এমন দৃশ্য খুবই বিরল। তাই ভয়ের মাত্রা আরও বেড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, সাধারণত বহু মানুষ চূর্ণী নদীতে স্নান করতে যান বা ঘাটের ধারে সময় কাটান। নদীতে কুমির থাকলে যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে।

+
চূর্ণী

চূর্ণী নদীতে কুমির

রানাঘাট, মৈনাক দেবনাথঃ নদিয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের মুসুন্ডা পঞ্চায়েত এলাকায় ফের কুমির আতঙ্ক। চূর্ণী নদীতে কুমির দেখার দাবি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় চূর্ণী নদীতে ভেসে থাকা একটি কুমিরের মতো প্রাণীকে দেখা গিয়েছে বলে দাবি করা হয়। ভিডিও ছড়িয়ে পড়তেই নদী তীরবর্তী গ্রামগুলিতে আতঙ্ক বাড়তে থাকে।
রামনগর ১ পঞ্চায়েতের উপপ্রধান শিবু মণ্ডল জানান, “বিগত কয়েকদিন ধরে ফেরিঘাটের কাছে আমরা মাছ ধরতে যাই। ছিপ ফেলার সময় আচমকা ছিপের একদম পাশে একটি কুমির ভেসে ওঠে। আমরা ভয় পেয়ে সরে যাই।” তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছে যাঁরা গবাদি পশু চড়াচ্ছিলেন তাঁরাও খবর শুনে তড়িঘড়ি পশুগুলি নিয়ে বাড়ি ফিরে যান।
advertisement
আরও পড়ুনঃ বাংলার গর্ব! রেকর্ড বুকে নাম তুললেন সরকারি স্কুলের শিক্ষিকা, একই অঙ্গে নানা রূপ বাঁকুড়ার ‘আইকন’ মুন্নার
স্থানীয়দের দাবি, ভাগীরথী নদীতে মাঝে মাঝে কুমির দেখা গেলেও চূর্ণী নদীতে এমন দৃশ্য খুবই বিরল। তাই এই ঘটনায় ভয়ের মাত্রা আরও বেড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, সাধারণত বহু মানুষ চূর্ণী নদীতে স্নান করতে যান বা ঘাটের ধারে সময় কাটান। ফলে নদীতে কুমির থাকলে যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার মানুষজন বর্তমানে আতঙ্কে নদীর ঘাট এড়িয়ে চলছেন। স্থানীয় প্রশাসন ও বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। কুমিরের উপস্থিতি নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: চূর্ণী নদীতে কুমির আতঙ্ক, মাছ ধরার জন্য ছিপ ফেলতেই মিলল দর্শন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement