অনেক সময় ধান গাছের ঘনতায় মিশে থাকা এই সাপগুলি সহজে চোখে পড়ছে না, ফলে আতঙ্ক বাড়ছে। ধান কাটার জন্য মিলছে না পর্যাপ্ত শ্রমিক। এর ফলে বাধ্য হয়ে মেশিনে ধান কাটাচ্ছেন কৃষকদের একাংশ। কাস্তে দিয়ে ধান কাটতে গেলে সঙ্গে রাখতে হচ্ছে লাঠি। এখন কৃষকদের আতঙ্কের আরেক নাম সাপ।
advertisement
জানা যাচ্ছে, এই সময় পাকা ধান খাওয়ার জন্য জমিতে প্রচুর ইঁদুর দেখা যায়। এই ইঁদুর খাওয়ার লোভে সাপেরাও হাজির হয়। জমিতে সাধারণত গোখরো, কেউটে, চন্দ্রবোড়া এবং ডোমনাচিতি বা কালাচের মতো বিষধর সাপ দেখা যায়। ভাতার এলাকার এক চাষি বিকাশ ঘোষ জানান, জমিতে ভীষণ সাপের উপদ্রপ। ধান কাটতে অনেক সমস্যা হচ্ছে। ধান কাটার জন্য লোক পাওয়া যাচ্ছে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন জীবনের ঝুঁকি নিয়েই ফসলের স্বপ্ন দেখছেন ‘শস্যগোলা’ পূর্ব বর্ধমানের ভাতার এলাকার কৃষকেরা। একদিকে প্রকৃতির দান পাকা ধান, অন্যদিকে জমিতে লুকিয়ে থাকা মৃত্যুফাঁদ, এই দুইয়ের মাঝেই আশার আলো খুঁজছেন তাঁরা।





