TRENDING:

East Bardhaman News: ধান পাকার মরসুমে রাজ্যের 'শস্যগোলায়' আতঙ্ক! জমিতে ঘুরে বেড়াচ্ছে গোখরো-কেউটে-চন্দ্রবোড়া, ফসল কাটার জন্য মিলছে না লোক

Last Updated:

East Bardhaman News: 'শস্যগোলা' পূর্ব বর্ধমানের ভাতারের কৃষক ও ক্ষেত মজুরদের আতঙ্কে দিন কাটছে! ধান জমিতে নামতে ভয় পাচ্ছেন তাঁরা। ধান পাকার মরসুমে জমিতে নামলেই শরীরে শিহরণ জাগছে। কারণ জমিতে পা দিলেই শোনা যাচ্ছে হিস হিস শব্দ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাতার, পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ মাঠের পর মাঠ জুড়ে পাকা সোনালী ধান, বাতাসে মাথা দোলাচ্ছে। কৃষকের চোখে স্বপ্ন, আর কিছুদিন পরেই ফসল উঠবে। কিন্তু এই আনন্দঘন মুহূর্তে দেখা দিয়েছে এক আতঙ্ক। ‘শস্যগোলা’ পূর্ব বর্ধমানের ভাতারের কৃষক ও ক্ষেত মজুরদের ভয়ে দিন কাটছে! ধান জমিতে নামতে ভয় পাচ্ছেন তাঁরা। ধান পাকার মরসুমে জমিতে নামলেই শরীরে শিহরণ জাগছে। কারণ জমিতে পা দিলেই শোনা যাচ্ছে হিস হিস শব্দ। দেখা মিলছে একের পর এক বিষধর সাপের।
advertisement

অনেক সময় ধান গাছের ঘনতায় মিশে থাকা এই সাপগুলি সহজে চোখে পড়ছে না, ফলে আতঙ্ক বাড়ছে। ধান কাটার জন্য মিলছে না পর্যাপ্ত শ্রমিক। এর ফলে বাধ্য হয়ে মেশিনে ধান কাটাচ্ছেন কৃষকদের একাংশ। কাস্তে দিয়ে ধান কাটতে গেলে সঙ্গে রাখতে হচ্ছে লাঠি। এখন কৃষকদের আতঙ্কের আরেক নাম সাপ।

আরও পড়ুনঃ বাংলার গর্ব! রেকর্ড বুকে নাম তুললেন সরকারি স্কুলের শিক্ষিকা, একই অঙ্গে নানা রূপ বাঁকুড়ার ‘আইকন’ মুন্নার

advertisement

জানা যাচ্ছে, এই সময় পাকা ধান খাওয়ার জন্য জমিতে প্রচুর ইঁদুর দেখা যায়। এই ইঁদুর খাওয়ার লোভে সাপেরাও হাজির হয়। জমিতে সাধারণত গোখরো, কেউটে, চন্দ্রবোড়া এবং ডোমনাচিতি বা কালাচের মতো বিষধর সাপ দেখা যায়। ভাতার এলাকার এক চাষি বিকাশ ঘোষ জানান, জমিতে ভীষণ সাপের উপদ্রপ। ধান কাটতে অনেক সমস্যা হচ্ছে। ধান কাটার জন্য লোক পাওয়া যাচ্ছে না।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ধান পাকার মরসুমে রাজ্যের 'শস্যগোলায়' আতঙ্ক! ফসল কাটার জন্য মিলছে না লোক
আরও দেখুন

এখন জীবনের ঝুঁকি নিয়েই ফসলের স্বপ্ন দেখছেন ‘শস্যগোলা’ পূর্ব বর্ধমানের ভাতার এলাকার কৃষকেরা। একদিকে প্রকৃতির দান পাকা ধান, অন্যদিকে জমিতে লুকিয়ে থাকা মৃত্যুফাঁদ, এই দুইয়ের মাঝেই আশার আলো খুঁজছেন তাঁরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ধান পাকার মরসুমে রাজ্যের 'শস্যগোলায়' আতঙ্ক! জমিতে ঘুরে বেড়াচ্ছে গোখরো-কেউটে-চন্দ্রবোড়া, ফসল কাটার জন্য মিলছে না লোক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল