North 24 Parganas News: পর্যটনের মরসুমে সুন্দরবন এলাকায় নদী ভাঙনের আশঙ্কা! ঢালাই রাস্তার নীচ থেকে সরল মাটি, নদী বাঁধ বসে গিয়ে ভয়াবহ অবস্থা, দেখুন ভিডিও
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: বেতনী নদীর পাড়ের কংক্রিট ঢালাই রাস্তার নিচের মাটি সরে গিয়ে প্রায় ২০ ফুট জায়গা অনেকটা করে বসে গিয়েছে। ফলে এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। স্থানীয়দের দাবি, পাকা কংক্রিটের নদী বাঁধ ছাড়া এই বিপদ থেকে মুক্তি মিলবে না।
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ সন্দেশখালিতে নদী বাঁধ বসে আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ নং ব্লকের কালিনগরের ঘোষপুরে ঘটনাটি ঘটেছে। সুন্দরবন এলাকায় ফের দেখা দিল নদী ভাঙনের আশঙ্কা।
বেতনী নদীর পাড়ের কংক্রিট ঢালাই রাস্তার নীচের মাটি সরে গিয়ে প্রায় ২০ ফুট জায়গা অনেকটা করে বসে গিয়েছে। ফলে এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে নদী বাঁধের দুর্বলতা নতুন নয়। সুন্দরবন এলাকায় বহুদিন ধরেই ভাঙন, পাড় বসে যাওয়া ও জোয়ারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মানুষজন। তাঁদের দাবি, পাকা কংক্রিটের নদী বাঁধ ছাড়া এই বিপদ থেকে মুক্তি মিলবে না। সাময়িক মেরামতি বা মাটি ফেলে সমাধান করার চেষ্টা অতীতেও বহুবার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ ধান পাকার মরসুমে রাজ্যের ‘শস্যগোলায়’ আতঙ্ক! জমিতে ঘুরে বেড়াচ্ছে গোখরো-কেউটে-চন্দ্রবোড়া, ফসল কাটার জন্য মিলছে না লোক
ঘোষপুরের বাসিন্দাদের মতে, এবার যে অংশ বসে গিয়েছে, সেখান থেকে বড়সড় নদী ভাঙন শুরু হওয়ার আশঙ্কা প্রবল। নদীতে বৃষ্টি বা জোয়ারের চাপ বাড়লেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন, ফলে নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা বাড়ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের অভিযোগ, এই সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ এখনও চোখে পড়েনি। সুন্দরবন অঞ্চলের নদী সম্পদের সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত এই এলাকায় মানুষের একটাই দাবি, অবিলম্বে কংক্রিটের শক্তিশালী নদী বাঁধ নির্মাণ। এখন দেখার বিষয়, ঘটনার পর প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয় এবং নদী বাঁধকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 22, 2025 8:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পর্যটনের মরসুমে সুন্দরবন এলাকায় নদী ভাঙনের আশঙ্কা! ঢালাই রাস্তার নীচ থেকে সরল মাটি, নদী বাঁধ বসে গিয়ে ভয়াবহ অবস্থা, দেখুন ভিডিও
