সুন্দরবনে ফের বাঘের দেখা...! শীতের শুরুতেই তিন-তিন বার দর্শন দিলেন 'রয়্যাল বেঙ্গল টাইগার'! দেখুন ভাইরাল ভিডিও!
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Royal Bengal Tiger: আবারও সুন্দরবনে বাঘের দেখা পাওয়ায় খুশি পর্যটকরা। চলতি সপ্তাহেই দু'বার বাঘের দর্শন পেলেন পর্যটকরা। সুন্দরবনে বেড়াতে এসে একের পর এক বাঘের দর্শন মেলায় খুশি পর্যটকরা।
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আবারও সুন্দরবনে বাঘের দেখা! সকাল সকাল বাঘের সন্ধান পেয়ে স্বভাবতই খুশি পর্যটকরা। চলতি সপ্তাহেই দু-দু’বার বাঘের দর্শন পেয়েছেন পর্যটকরা এবার আবারও তার দেখা পেলেন তারা। সুন্দরবনে বেড়াতে এসে একের পর এক বাঘের দর্শন মেলায় খুশি পর্যটকরা।
শনিবার সকালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পীরখালি ৬ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে পঞ্চমুখানি ৩ নম্বর নদী সাঁতরে পার করতে দেখা গিয়েছে একটি বাঘকে। অন্যদিকে আরও একটি বাঘকে এদিন পীরখালি ৫ নম্বর জঙ্গল থেকে বেড়িয়ে সরু খাঁড়ি টপকে অন্য জঙ্গলে যেতে দেখেছেন পর্যটকরা। বাঘের সেই চলাফেরার মুহূর্তের ছবি ধরা পড়েছে পর্যটকদের ক্যামেরায়।
advertisement
advertisement
মূলত প্রতিবছর শীতকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন করার জন্য ম্যানগ্রোভ বাদাবনে ভিড় জমান কয়েক হাজার পর্যটক। রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য ছুটে আসেন সুন্দরবনে। যদিও সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের সচরাচর দর্শন দেন না দক্ষিণরায়। কিন্তু এবারে মরশুমের শুরুতেই ভাগ্য ফিরছে পর্যটকদের৷
advertisement
সাধারণত শীতকালে খাবারের সন্ধানে সুন্দরবন লাগোয়া জঙ্গলে দেখা দেয় রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের ছোট ছোট খাল বিল অনায়াসে সাঁতার কেটে পারাপার করতে পারে দক্ষিণরায়। সাধারণভাবে বছরের অন্যান্য সময়ে এই পথ ব্যবহার করে না ওরা। সেই কারণে বাঘ দেখতে পায় না সাধারণ মানুষ। প্রতিবছর সুন্দরবন লাগোয়া জঙ্গলগুলিতে শীতের সময় বাঘের আনাগোনা বেড়ে যায়। প্রায় সময় সুন্দরবন লাগোয়া জঙ্গলে মেলে বাঘের পায়ের ছাপ।
advertisement
সুন্দরবনের বোট মালিকদের একাংশের কথায়, শীত আসার সঙ্গে সঙ্গে পর্যটকদের সংখ্যা বাড়ে প্রতি বছরই। কিন্তু বাঘের দেখা পাওয়ার খবরে আলাদা করে পর্যটকরা আকর্ষিত হবেন বৈকি। ফলে আগামী কয়েক মাসে অপেক্ষাকৃত বেশি পর্যটক সুন্দরবনে আসবেন বলে প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 22, 2025 7:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুন্দরবনে ফের বাঘের দেখা...! শীতের শুরুতেই তিন-তিন বার দর্শন দিলেন 'রয়্যাল বেঙ্গল টাইগার'! দেখুন ভাইরাল ভিডিও!









