TRENDING:

Lok Sabha election 2024: ভোট আসে আর যায়, জল যন্ত্রণার ছবিটা বদলায় না

Last Updated:

Lok Sabha election 2024: সামান্য বৃষ্টিতেই পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি প্রান্তই জলমগ্ন হয়ে পড়ে। কোথাও নদী বাঁধ ভেঙে জল ঢোকে লোকালয়ে। কোথাও আবার বৃষ্টির জলে জমে হাঁটু সমান হয়ে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: দরজায় কড়া নাড়ছে আবারও একটা নির্বাচন। লোকসভা ভোট শুরু হচ্ছে মাত্র একদিন পরেই। ভোট মানে প্রতিশ্রুতি। আগের নির্বাচনগুলিতেও বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছিল জেলাজুড়ে জল যন্ত্রণার ছবি দূর করার। কিন্তু ভোট আসে আর যায়, বর্ষায় জেলাজুড়ে জলমগ্ন অবস্থার ছবি আর বদলায় না।
advertisement

LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট

সামান্য বৃষ্টিতেই পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি প্রান্তই জলমগ্ন হয়ে পড়ে। কোথাও নদী বাঁধ ভেঙে জল ঢোকে লোকালয়ে। কোথাও আবার বৃষ্টির জলে জমে হাঁটু সমান হয়ে যায়। ফলে বর্ষাকালে দুশ্চিন্তার মেঘ ভিড় করে সাধারণ মানুষের মনে। জেলা জুড়ে জল যন্ত্রণার সমস্যা এবার ভোটে বড় ইস্যু হতে চলেছে।

advertisement

আর‌ও পড়ুন: স্ট্যান্ড ফ্যান-ওআরএস-বাথটবে ‘রয়েল’ আয়োজন রয়েল বেঙ্গলদের জন্য

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একাধিক নদ-নদী, খাল-বিল রয়েছে। তবুও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির জমা জলে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। বৃষ্টির জমা জলে ভেসে যায় পুকুর ঘাট, ভেসে যায় চাষের জমি, ফুলের বাগান থেকে সবকিছু। বৃষ্টির জমা জলে সবথেকে ক্ষতির মুখে পড়ে জেলার চাষবাস। এই জেলার অর্থনীতি কৃষিকাজ নির্ভর। ফলে বৃষ্টির জমা জলে প্রতিবছর ক্ষতির মুখে পড়েন জেলার কৃষকরা। তাই এবার ভোটের মুখে আবারও একবার নদী-নালা খাল বিল সংস্কারের দাবি তুলল সাধারণ মানুষ। পরিষ্কার জানিয়েছেন, জল যন্ত্রণা যারা দূর করবে তাদেরকেই সমর্থন জানানো হবে।

advertisement

LIVE | West Bengal Lok Sabha Election 2024 Phase one Voting in Cooch Behar, Alipurduar and Jalpaiguri

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha election 2024: ভোট আসে আর যায়, জল যন্ত্রণার ছবিটা বদলায় না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল