Royal Bengal Tiger: স্ট্যান্ড ফ্যান-ওআরএস-বাথটবে 'রয়্যাল' আয়োজন রয়্যাল বেঙ্গলদের জন্য

Last Updated:

Royal Bengal Tiger: দাবদাহ থেকে বাঁচতে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঝাড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে তিনটি বাঘ আছে। তারা যাতে এই গরমে কোন‌ওভাবেই গরমে কষ্ট না পায় সে জন্য পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নানা আয়োজন করা হয়েছে

+
গরমে

গরমে থেকে বাঁচতে বাঘের গায়ে দেয়া হচ্ছে জল

দক্ষিণ ২৪ পরগনার: রয়্যাল বেঙ্গলদের গরমের হাত থেকে বাঁচতে রয়েল আয়োজন সুন্দরবনের ঝড়খালিতে। কী নেই সেখানে! গত কয়েকদিনের প্রচন্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই চাঁদিফাটা গরমে হাঁসফাঁস করছে পশুরাও। কাহিল হয়ে পড়েছে সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার’ও। তাই তাদের শরীর সুস্থ রাখতে বিশেষ আয়োজন বন দফতরের।
এই গরমের দাবদাহ থেকে বাঁচতে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঝাড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে তিনটি বাঘ আছে। তারা যাতে এই গরমে কোন‌ওভাবেই গরমে কষ্ট না পায় সে জন্য পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নানা আয়োজন করা হয়েছে। এই গরমে যাতে এই পুনর্বাসন কেন্দ্রে থাকা বাঘেরা কোন‌ওভাবে কষ্ট না পায় সেই কারণে দু’বেলা দীর্ঘক্ষণ ধরে পাইপের মাধ্যমে জল ছিটিয়ে তাদের স্নান করানো হচ্ছে। পাশাপাশি ভিটামিন-সি ট্যাবলেট এবং ওআরএস জলেগুলে খাওয়ানো হচ্ছে এই এখানকার বাঘেদের।
advertisement
advertisement
অন্যদিকে ২৪ ঘণ্টাই বাঘেদের খাঁচার সামনে বিশালাকার স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। তাছারাও বাঘেদের এনক্লোজারের মধ্যে তৈরি করা হয়েছে বাথটাব। এবার আরও নতুন তিনটি বাথ টাব তৈরি করা হচ্ছে বাঘেদের জন্য। এছাড়াও প্রাকৃতিক পুকুর রয়েছে বাঘেদের স্নানের জন্য। এনক্লোজারের মধ্যে ছায়ার ব্যবস্থা করতে ছাউনিও করা হয়েছে। বাঘেদের খাঁচার মধ্যে বড় বড় পাত্রে জল রাখা হয়েছে যাতে নিজেদের প্রয়োজন মত সেই জল খেতে পারে বাঘ। বাঘেদের শরীরকে শীতল রাখতে এই সমস্ত ব্যবস্থা করা হলেও তাঁদের খাবারের মেনুতে আপাতত অন্য কোনও পরিবর্তন করা হয়নি বলেই বন দফতর সূত্রের খবর। তবে দু’বেলাই বাঘেদের খাঁচাগুলিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখছেন সেখানকার কর্মীরা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger: স্ট্যান্ড ফ্যান-ওআরএস-বাথটবে 'রয়্যাল' আয়োজন রয়্যাল বেঙ্গলদের জন্য
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement