Gambhira Festival: দুই বোনের সে কী ঝগড়া! গম্ভীরা উৎসবেই শুধু এক হন চামুন্ডা ও বুড়াকালী

Last Updated:

Gambhira Festival: বহুদিন ধরে চলে আসা নিয়ম মেনে পুরাতন মালদহে পালিত হয়ে আসছে গম্ভীরা উৎসব। মালদহের প্রাচীন লোকউৎসব এই গম্ভীরা। বৈশাখ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয় এই গম্ভীরা উৎসব

+
মুখোশ

মুখোশ নৃত্য

মালদহ: পাশাপাশি দুই পাড়ায় রয়েছে চামুন্ডা ও বুড়াকালি। স্থানীয়দের কাছে তাঁরা দুই বোন হিসাবেই পরিচিত। দুই বোন হলেও তাঁদের মধ্যে নাকি তুমুল ঝগড়া। শুধুমাত্র গম্ভীরা উৎসবেই নাকি তাঁদের দেখাহয়। এই বিশ্বাসেই আজও পুরাতন মালদহের গম্ভীরা উৎসবে চামুন্ডা ও বুড়াকালির নৃত্য দেখতে বহু মানুষ ভিড় করেন।
বহুদিন ধরে চলে আসা নিয়ম মেনে পুরাতন মালদহে পালিত হয়ে আসছে গম্ভীরা উৎসব। মালদহের প্রাচীন লোকউৎসব এই গম্ভীরা। বৈশাখ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয় এই গম্ভীরা উৎসব। গম্ভীরা উপলক্ষে পুরাতন মালদহের প্রতিটি মানুষ বাড়ি ফিরে আসেন এই সময়। গম্ভীরা উৎসবের মূল আকর্ষণ মুখা নাচের। বিভিন্ন দেব-দেবী সেজে, মুখোশ পরে নৃত্য করা হয় গম্ভীরা উৎসব উপলক্ষে। সেগুলির মধ্যে বিখ্যাত চামুন্ডা নৃত্য, বুড়াবুড়ি, পরীনৃত্য এছাড়াও বিভিন্ন রকম নাচ করা হয় গম্ভীরা উৎসব উপলক্ষে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা পঙ্কজ কুমার সরকার বলেন, এলাকায় প্রাচীন কাল থেকে গম্ভীরা উৎসব হয়ে আসছে। বাচামারি গম্ভীরা উৎসবের মূল আকর্ষণ চামুন্ডা ও বুড়াকালি দুই বোনের নৃত্য। কথিত আছে, পুরাতন মালদহের বাচামারি এলাকায় মহানন্দা নদীর ঘাট থেকে দেবী কালীর ভিন্ন ভিন্ন সাতটি মুখ ভেসে আসে। স্থানীয় মন্দিরের পুরোহিত সেগুলি নদীর ঘাট থেকে পান। তখনই দেখা যায় চামুণ্ডা আর বুড়িকালীর মুখ যতবার পাশাপাশি রাখা হচ্ছিল, ততবারই দুটি মুখ দূরে সরে যাচ্ছিল৷ অগত্যা দুটি মুখ দুই জায়গায় রাখা হয়৷
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Gambhira Festival: দুই বোনের সে কী ঝগড়া! গম্ভীরা উৎসবেই শুধু এক হন চামুন্ডা ও বুড়াকালী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement