Chilli Cultivation: ছাদ বাগানে এই পদ্ধতিতে লঙ্কা গাছ লাগালে প্রচুর ফলন, আর বাজার থেকে কিনতে হবে না
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Chilli Cultivation: সাধারণত মে থেকে জুন মাসের মধ্যে লঙ্কার চারা লাগালে গাছ ভাল হয়। তবে কাঁচা লঙ্কা গাছ বছরে যে কোনও সময় লাগাতে পারেন
উত্তর দিনাজপুর: বাজার থেকে আর কিনে খেতে হবে না কাঁচা লঙ্কা। বাড়িতেই করুন ঝাল ঝাল লঙ্কার চাষ। লঙ্কা ছাড়া বাঙালির কোনও তরকারিই ঠিক যেন জমে না। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এই লঙ্কা ওষুধ ও মসলা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে দিন দিন বাজারের লঙ্কার দাম বেড়েই চলেছে। তবে আর বাজার থেকে দাম দিয়ে লঙ্কা কেনার দরকার নেই। এই পদ্ধতি মেনে চললে বাড়িতেই দুর্দান্ত লঙ্কা ফলাতে পারবেন আপনি।
সাধারণত মে থেকে জুন মাসের মধ্যে লঙ্কার চারা লাগালে গাছ ভাল হয়। তবে কাঁচা লঙ্কা গাছ বছরে যে কোনও সময় লাগাতে পারেন। কীভাবে এই লঙ্কা চাষ করা হয় জানেন? কৃষি বিশেষজ্ঞ রাধিকারঞ্জন দেবভূতি জানান, কাঁচা লঙ্কা চাষের জন্য গরমকাল দারুণ উপযোগী। কাঁচা লঙ্কা চাষের জন্য খুব বড় টব না হলেও মাঝারি আকারে টবে এই লঙ্কা চাষ করতে পারেন। তবে টবে গোবর সার দিয়ে তারপর লঙ্কার চারা লাগাবেন। আপনি চারা কিনেও টবে লঙ্কার গাছ লাগাতে পারেন কিংবা বাড়িতে থাকা শুকনো লঙ্কার বীজ ছড়িয়ে দিয়ে চারা উৎপাদন করে নিতে পারবেন।
advertisement
advertisement
তবে লঙ্কা গাছে প্রতিদিন ভাল করে জল ও সার দিয়ে পরিচর্যা করতে হবে। লঙ্কা গাছ বড় হলে যদি কোনও একদিকে ঝুঁকে যায় তাহলে একটি লাঠি দিয়ে লঙ্কার গাছকে সোজা করে দাঁড় করিয়ে রাখুন। কিছুদিন পরেই গাছে ফুল-ফল দেখা যাবে। এই লঙ্কা গাছে সার হিসেবে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তবে টবে লঙ্কা চাষের সময় জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে। যাতে খুব বেশি জল না দেওয়া হয়। আবার কম জল দিলেও গাছ মরে যাবে। তাই টবের শুকনো অবস্থা দেখে জলের পরিমাণটা ঠিক করতে হবে। এইভাবেই খুব সহজেই বাড়িতে সামান্য জায়গা কিংবা টবের মধ্যেই লাগিয়ে ফেলুন লঙ্কার চারা। আর সারা বছর পান ঝাললঙ্কা।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2024 5:40 PM IST