নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
আজ সকাল থেকেই নিজেদের কেন্দ্রে কড়া নজর রাখছে সুজন-প্রতিকুর-সৃজনরা। বারুইপুরে বাধার মুখে পড়ল সৃজন ভট্টাচার্য। তাঁকে ঘিরে বিক্ষোভ। যাদবপুরের সিপিএম প্রার্থী ঢুকতেই বিক্ষোভ শুরু হয়। বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত কেন, এই প্রশ্ন তুলতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন সিপিএম প্রার্থী। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
advertisement
এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনের । এক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন
লোকসভা নির্বাচন ২০২৪ বুথ ফেরত সমীক্ষা
অন্যদিকে, ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান ধরলেন ভুয়ো ভোটার। প্রতিকুরের অভিযোগ ওই ব্যক্তি এসেছিলেন ফলস ভোট দিতে। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় সে। বাম প্রার্থীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দিলেন দে ছুট। দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পিকনিক গার্ডেন্সের এক কেন্দ্রে এক ভুয়ো ভোটার ধরেন।
অপরদিকে, ভোটের দিন সৌজন্যতার নজির গড়লেন সুজন চক্রবর্তীর। বুথের সামনে সিপিআইএম কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিলেন। সেই সময় তৃণমূল এজেন্ট প্রতিবাদ করেন। বিষয়টি উত্তপ্ত হচ্ছে দেখে সুজন চক্রবর্তী নিজেই আসরে নামেন। বিরোধী এজেন্টের হাত ধরে সবাই মিলে ভোট করার জন্য আবেদন করেন। তৃণমূল এজেন্ট কথা দেন শান্তিপূর্ণ ভোট হবে কোন দুশ্চিন্তা নেই