Baranagar Bypoll: বরাহনগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল! জ্যোতি বসুর গড়ে শিকে ছিঁড়বে বাম প্রার্থী তন্ময়ের? নাকি একদা লাল দুর্গে ফুটবে ফের ফুল?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Lok Sabha Election 2024 phase 7 Polling: এই উপনির্বাচনে, বিজেপি থেকে কলকাতার কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী করা হয়। অন্যদিকে, তৃণমূল প্রার্থীর তারকানেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং বামফ্রন্টের প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
বরাহনগরঃ আজ দেশে শেষ দফার ভোট। মোট ৫৭টি কেন্দ্রে ভোট হবে সারাদেশে। তবে, শনিবার রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রের সঙ্গে উপনির্বাচন হচ্ছে বরাহনগর বিধানসভা কেন্দ্রে। সারাদেশে মোট ৭ কেন্দ্রে আজ উপনির্বাচন হচ্ছে। ২০২১-এ বিধানসভা ভোটে জিতে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তৎকালীন তৃণমূল নেতা তাপস রায়। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দলবদল করেন তাপস। আজ, ১ জুন সেই কেন্দ্রেই আরও একবার বিধায়ক নির্বাচনের উপভোট।
আরও পড়ুনঃ https://bengali.news18.com/news/kolkata/lok-sabha-election-2024-west-bengal-phase-7-voting-live-news-polling-percentage-updates-kolkata-dumdum-basirhat-tmc-cpim-bjp-smj-1684894.html
এই উপনির্বাচনে, বিজেপি থেকে কলকাতার কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী করা হয়। অন্যদিকে, তৃণমূল প্রার্থীর তারকানেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং বামফ্রন্টের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিন হভিওয়েটের লড়াই আজ। বরাহনগর কেন্দ্রটি একটা সময় লাল দুর্গ হিসাবেই পরিচিত ছিল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন এই কেন্দ্রের ছ’বারের বিধায়ক। ২০১১ সালে পালাবদলের সময়, প্রথম ‘অ-বাম’ বিধায়ক পায় বরাহনগর। টানা তিনবার, ২০১১,২০১৬, ২০১৯ সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেন তাপস রায়।
advertisement
advertisement
ভোটে লড়ার অভিজ্ঞতা সায়ন্তিকার থাকলেও জেতার অভিজ্ঞতা এখনও হয়নি। তবে ভোট প্রচারে কোনও খামতি রাখেননি তিনি। তবে, প্রচারে পিছিয়ে থাকেননি বিজেপির সজল ঘোষ এবং বামফ্রন্ট প্রার্থী তন্ময় ভট্টাচার্য। আজ, তিন হেভিওয়েটের লড়াই। ফলাফলের জানা যাবে ৪জুন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2024 8:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baranagar Bypoll: বরাহনগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল! জ্যোতি বসুর গড়ে শিকে ছিঁড়বে বাম প্রার্থী তন্ময়ের? নাকি একদা লাল দুর্গে ফুটবে ফের ফুল?